অস্ট্রেলিয়ার বেলমন্টের একটি কারখানায় আগুন লেগেছে। আর সেই ঘটনার লাইভ কভারেজের জন্য সেখানে উপস্থিত হয়েছেন এক সাংবাদিক। তাঁর নাম অ্যান-মারি লিওনার্ড। মারির খবর পরিবেশনের মধ্যেই ওই কারখানার পাশের মাঠে উপস্থিত হয় এক সাইকেল আরোহী। সময়ে ব্রেক সামলাতে না পেরে সাইকেল নিয়েই উল্টে যান ওই ব্যক্তি। আর এই পুরো ঘটনাটি ঘরা পড়েছে টিভি চ্যানেলের ক্যামেরায়।
আজকাল ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক রকম ভিডিয়ো দেখতে পাই আমরা। সেভাবেই উঠে এসেছে এই ভিডিয়ো।
চ্যানেল ১০ এর ওই মহিলা সাংবাদিক তখন বেলমন্ট থেকে রিপোর্ট করছিলেন। সেই সময়ই ঘটে ওই দুর্ঘটনা। অনেকেই ওই ঘটনাকে মজার ছলে দেখলেও অনেকে আবার চ্যানেলের নিন্দা করেছেন। কারণ ছেলেটি যে ভাবে ব্যথা পেয়েছে তা সরাসরি দেখানো ঠিক হয়নি। কারণ ব্রেক আটকে পড়ে গিয়ে ছেলেটি যে যন্ত্রণায় কঁকিয়ে যাচ্ছে, এই দৃশ্য এরকম অমানবিক ভাবে তুলে ধরা ঠিক হয়নি। লাইভ সম্প্রচারের পর ইন্সটাগ্রামেও ভিডিয়োটি শেয়ার করা হয়েছে চ্যানেলের তরফে।
এবছরের গোড়ার দিকেও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানেও এক সাইক্লিস্ট দুর্ভাগ্যজনক ভাবে পড়ে গিয়েছিলেন। সেই ঘটনাও ধরা পড়েছিল এক সাংবাদিকের ক্যামেরায়। যদিও তিনি ঘটনাটি একটু অন্য ভাবে দেখানোর চেষ্টা করেছিলেন।
কিছুদিন আগে বোস্টনেও একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে সাংবাদিকের সামনে দিয়েই একটি কুকুর চুরি করে নিয়ে পালায় চোর। আর সেই ঘটনাটি ধরা পড়েছিল চ্যানেলের ক্যামেরায়।
আরও পড়ুন: Viral: চিজ়বার্গারের যেন দাঁত বেরিয়েছে! অদ্ভুত মাছের ছবি নিয়ে নেটপাড়ায় তীব্র হইচই
আরও পড়ুন: Viral Video: দাড়ি ছাঁটতে স্যালোনে হাজির বাঁদর! ভিডিয়ো দেখে হাসি থামছেই না নেটিজ়েনদের
আরও পড়ুন: Viral Video: চুলে ভর করে ‘এরিয়াল স্টান্ট’! ভাইরাল তরুণীর দুর্দান্ত পারফরম্যান্স, মুগ্ধ নেটপাড়া