AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: গরীব মহিলার থেকে স্ট্রবেরি কিনে নিলেন ঠিকই, কিন্তু তারপর এই ব্যক্তি কী করলেন তা দেখে অবাক হবেন…

একজন লোক রাস্তায় স্ট্রবেরি ভর্তি বাক্স বিক্রি করা একজন মহিলাকে দেখতে পায়ে তাঁর কাছ থেকে সেগুলি কেনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এরপরে তিনি যা করলেন তা ভদ্রমহিলাকে অবাক করে দিয়েছিল...

Viral Video: গরীব মহিলার থেকে স্ট্রবেরি কিনে নিলেন ঠিকই, কিন্তু তারপর এই ব্যক্তি কী করলেন তা দেখে অবাক হবেন...
ছবির সৌজন্যে এনডি টিভি
| Edited By: | Updated on: Jan 07, 2022 | 3:52 PM
Share

যখনই আমরা একজন অপরিচিত ব্যক্তিকে কারও জন্য কোনও কারণ ছাড়াই সদয় আচরণ করতে দেখি, তাদের গল্প সবসময় আমাদের হৃদয়ে অন্য রকম জায়গা করে নেউ। যে কোনও কাজ তাদের দৈনন্দিন জীবনে কাউকে সাহায্য করার মতোই সহজ হতে পারে। এই ধরনের গল্পগুলো সব সময় আমাদের ভাল লাগে।

সম্প্রতি, দয়ার এমনই একটি ভাইরাল ভিডিয়ো ইন্টারনেটে সবার মন জয় করেছে। যখন একজন লোক রাস্তায় স্ট্রবেরি ভর্তি বাক্স বিক্রি করা একজন মহিলাকে দেখতে পায়ে তাঁর কাছ থেকে সেগুলি কেনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এরপরে তিনি যা করলেন তা ভদ্রমহিলাকে এমনভাবে অবাক করে দিয়েছিল যে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েছিলেন।

ভিডিয়োটি দেখুন:

ইনস্টাগ্রাম ব্যবহারকারী @Pubity-এর আপলোড করা এই ভিডিয়োতে আমরা দেখতে পাচ্ছি একজন লোক একজন বৃদ্ধ মহিলার কাছে স্ট্রবেরি বিক্রি করছেন। ভিডিয়োতে শেয়ার করা অনুবাদ অনুসারে, লোকটি প্রথমে বলেছিল, ‘হ্যালো কেমন আছেন? স্ট্রবেরির দাম কত?’ ভদ্রমহিলা উত্তর দেয় যে তাঁর প্রতি বাক্স তিন ডলার। তারপর, লোকটি বলে যে সে সব স্ট্রবেরি কিনবে।

যাইহোক, ভদ্রমহিলা তাঁকে বাক্সগুলো তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁকে অবাক করে দিয়ে বললেন, ‘আপনি স্ট্রবেরিগুলো রাখুন যাতে আপনি আরও অর্থ উপার্জন করতে পারেন।’

ভিডিয়োটি আপলোড হওয়ার পর থেকে এটি ৩৪.৪ মিলিয়ন ভিউ পেয়েছে। ২.৫ মিলিয়ন লাইক এবং হাজার হাজার মন্তব্যে প্রশংসা এবং ভালবাসা ছড়িয়ে পড়েছে। একজন ব্যক্তি লিখেছেন, ‘আসুন আমরা এই পৃথিবীতে এরকম কাজ আরও চালিয়ে যাই। #humanitywins’

আরও পড়ুন: Viral Video: খাবার পেতে দেরি, তাই রাগে বার্গার কিং এর কর্মীর উপর হামলা দুজনের! ভিডিয়ো দেখে চোখ কপালে নেটিজেনদের

আরও পড়ুন: Viral video: প্রথমবার পিৎজায় কামড়! স্বাদ পেয়ে একরত্তির অভিব্যক্তি দেখে মুগ্ধ নেটপাড়া, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: পর্যটক বোঝাই গাড়ি কামড়ে পিছনে টেনে আনছে বাঘ! ভিডিয়ো দেখে কী বললেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা?