AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: টিকা নিতে গিয়ে পালানোর চেষ্টা, বন্ধুদের ধরপাকড়ে অবশেষে টিকা নিল যুবক!

একদল ছেলে তাদের এক বন্ধুকে টিকা নেওয়ার জন্য জোর করছে। স্পষ্টতই দেখা যাচ্ছে যে ছেলেটি টিকা নিতে প্রচণ্ড ভয় পাচ্ছে। কিন্তু তার বন্ধুরা নাছোড়বান্দা। কী হল তারপর?

Viral Video: টিকা নিতে গিয়ে পালানোর চেষ্টা, বন্ধুদের ধরপাকড়ে অবশেষে টিকা নিল যুবক!
| Edited By: | Updated on: Sep 22, 2021 | 1:39 PM
Share

এমন অনেকেই আছেন যাঁদের কাছে ইঞ্জেকশন নেওয়া খুব সাধারণ একটা ব্যাপার। আবার এমনও কিছুজন আছেন, যাঁরা রোগে আক্রান্ত হওয়া ইঞ্জেকশন নেওয়ার চেয়ে বেশি পছন্দ করে থাকেন। সেই সব মানুষদের যখন ইঞ্জেকশন নেওয়ার সময় আসে, কম বেশি সব সময়েই হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

চলমান কোভিড প্যান্ডেমিকের কারণে আমাদের দেশে টিকাকরণের কিছু নির্দিষ্ট পন্থা অনুসরণ করা হয়েছে। তাদের মধ্যে একটা হল মেগা টিকাকরণ। এই মেগা টিকাকরণ প্রকল্পেরই একটি ঘটনা আপনাদের অবাক করে দেবে। একদল ছেলে তাদের এক  বন্ধুকে টিকা নেওয়ার জন্য জোর করছে। স্পষ্টতই দেখা যাচ্ছে যে ছেলেটি টিকা নিতে প্রচণ্ড ভয় পাচ্ছে। কিন্তু তার বন্ধুরা নাছোড়বান্দা। কী হল তারপর?

ভিডিয়োটি দেখুন:

১ মিনিট ২০ সেকেন্ডের এই ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে একটা ছেলেকে দেখানো হয়েছে যেখানে তার বন্ধুরা তাঁকে টিকা নেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছে। অনিচ্ছুক সেই ছেলেটি চিকিৎসা কর্মীদের ধারে কাছেও ঘেঁষছে না।

প্রথমদিকে, অন্যরা তাকে শান্তভাবে বোঝানোর সঙ্গে উৎসাহ দেওয়ারও চেষ্টা করে। কিন্তু ছেলেটি কোনওভাবেই টিকা নেবে না। ক্লিপের শেষের দিকে দেখা যায় যে ছেলেটিকে ৪ থেকে ৫ জন জোর করে ধরে মাটিতে শুইয়ে দেয়। তারপর তাকে রীতিমতো জোর করে তার জামার কিছুটা অংশ সরিয়ে টিকা দেওয়ার জায়গা তৈরি করা হয়। এরপর চিকিৎসা কর্মীদের তারা অনুরোধ যাতে ছেলেটিকে টিকা দেওয়া হয়। অবশেষে একজন স্বাস্থ্যকর্মী এগিয়ে আসেন আর শুইয়ে রাখা ঐ ছেলেকে টিকা দেন।

যদিও ভিডিয়োটি কখন এবং কোথায় শুট করা হয়েছিল তা স্পষ্ট নয়। টুইট অনুসারে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের একটি টিকা কেন্দ্রে।

এই প্রথম এই ধরনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি। এই বছরের শুরুর দিকে, একজন মহিলার কোভিড ভ্যাকসিন নেওয়ার সময় তাঁর প্রতিক্রিয়া নেটিজেনদের মধ্যে হাসির রসদ এনে দিয়েছিল।

ভিডিয়োটি দেখুন:

আরও পড়ুন: “স্থানীয় চ্যাম্পিয়নদের ছোট কোরো না”, ফের ভাইরাল আনন্দ মাহিন্দ্রার টুইট

আরও পড়ুন: বিয়ের আসরে নাচতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন নবদম্পতি! ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়