মানুষ দেখেনি সেভাবে এর আগে। ভিড় তো আরওই না। ভিড়ের জন্যই ঘটল কি এমন ঘটনা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বিশালাকার পান্ডা চিনের বেজিংয়ের চিড়িয়াখানার পাঁচিল টপকাচ্ছে। সেখানকার সংবাদসংস্থার দাবি, চিড়িয়াখানায় সেই সময় উপস্থিত ছিলেন বহু দর্শক। ৬ বছর বয়সী মেঙ্গ লান নামের ওই পান্ডার পাঁচিল টপকানোর ভিডিয়ো দেখতে পেয়েছেন সমস্ত দর্শক।
এনডি টিভির প্রতিবেদন অনুসারে মাগত বুধবার ঘটে এই আজব কাণ্ড। কর্তৃপক্ষের তরফে সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয় দর্শকদের পান্ডার থেকে দূরত্ব বজায় রাখতে। তা সত্বেও, পাঁচিলের একেবারে সামনে গিয়ে পান্ডার টপকানোর ভিডিয়ো মোবাইলে রেকর্ড করতে শুরু করেন অনেকে। প্রায় ৬ ফুট উঁচু পাঁচিল টপকে বেরিয়ে যায় পান্ডাটি। পান্ডাকে দেখতে তখন উপচে পড়ছে ভিড়। এনক্লোজার থেকে বেরিয়ে যে অংশে দর্শকরা দাঁড়ান, সেখানে নেমে আসে পান্ডাটি। এর পর খাবারের প্রলোভন দেখিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্যরা তাকে ফের ফেরায় খাঁচায়।
ভিডিয়োটি দেখুন:
দর্শকদের অনেকেই সেই ভিডিয়ো মোবাইলে রেকর্ড করে রাখেন। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেটি। চিনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবুতে পরে জানানো হয়েছে, মেঙ্গ লান এর আগে কোনওদিন মানুষ দেখেনি। মানুষের আওয়াজ বা উপস্থিতির কোনও অভিজ্ঞতাই এতদিন তার হয়নি। দর্শকের চিৎকার শুনেই সম্ভবত খাঁচা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সে। পরে চিড়িয়াখানার কর্মী বুদ্ধি করে তাকে খাঁচায় ফেরায় খাবারের লোভ দেখিয়ে।
চিড়িয়াখানা থেকে জানানো হয়েছে, স্বভাবে খুবই ছটপটে এই পান্ডাটি। দর্শকদের কেউ তাকে খাবারের প্রলোভন দেখিয়েছিল কিনা তাও ফুটেজ দেখে খতিয়ে দেখা হচ্ছে। তাকে রাখার এনক্লোজারটিকে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ফের এমন কাণ্ড না ঘটে।
মানুষ দেখেনি সেভাবে এর আগে। ভিড় তো আরওই না। ভিড়ের জন্যই ঘটল কি এমন ঘটনা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বিশালাকার পান্ডা চিনের বেজিংয়ের চিড়িয়াখানার পাঁচিল টপকাচ্ছে। সেখানকার সংবাদসংস্থার দাবি, চিড়িয়াখানায় সেই সময় উপস্থিত ছিলেন বহু দর্শক। ৬ বছর বয়সী মেঙ্গ লান নামের ওই পান্ডার পাঁচিল টপকানোর ভিডিয়ো দেখতে পেয়েছেন সমস্ত দর্শক।
এনডি টিভির প্রতিবেদন অনুসারে মাগত বুধবার ঘটে এই আজব কাণ্ড। কর্তৃপক্ষের তরফে সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয় দর্শকদের পান্ডার থেকে দূরত্ব বজায় রাখতে। তা সত্বেও, পাঁচিলের একেবারে সামনে গিয়ে পান্ডার টপকানোর ভিডিয়ো মোবাইলে রেকর্ড করতে শুরু করেন অনেকে। প্রায় ৬ ফুট উঁচু পাঁচিল টপকে বেরিয়ে যায় পান্ডাটি। পান্ডাকে দেখতে তখন উপচে পড়ছে ভিড়। এনক্লোজার থেকে বেরিয়ে যে অংশে দর্শকরা দাঁড়ান, সেখানে নেমে আসে পান্ডাটি। এর পর খাবারের প্রলোভন দেখিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্যরা তাকে ফের ফেরায় খাঁচায়।
ভিডিয়োটি দেখুন:
দর্শকদের অনেকেই সেই ভিডিয়ো মোবাইলে রেকর্ড করে রাখেন। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেটি। চিনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবুতে পরে জানানো হয়েছে, মেঙ্গ লান এর আগে কোনওদিন মানুষ দেখেনি। মানুষের আওয়াজ বা উপস্থিতির কোনও অভিজ্ঞতাই এতদিন তার হয়নি। দর্শকের চিৎকার শুনেই সম্ভবত খাঁচা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সে। পরে চিড়িয়াখানার কর্মী বুদ্ধি করে তাকে খাঁচায় ফেরায় খাবারের লোভ দেখিয়ে।
চিড়িয়াখানা থেকে জানানো হয়েছে, স্বভাবে খুবই ছটপটে এই পান্ডাটি। দর্শকদের কেউ তাকে খাবারের প্রলোভন দেখিয়েছিল কিনা তাও ফুটেজ দেখে খতিয়ে দেখা হচ্ছে। তাকে রাখার এনক্লোজারটিকে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ফের এমন কাণ্ড না ঘটে।