Viral Video: ৮ তলায় শাড়ি পড়ে গিয়েছে, ৯ তলা থেকে ছেলেকে বেডশিটে ঝুলিয়ে আনতে পাঠালেন মা, তারপর…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 11, 2022 | 10:30 PM

আসলে ৮ তলায় ওই মহিলার একটি শাড়ি পড়ে গিয়েছিল। আর সেই শাড়িটি আনতেই ঘুরপথে তিনি ছেলেকে একটি বেডশিটে বেঁধে পাঠিয়ে দিলেন ৯ তলা থেকে ৮ তলায়। সৌভাগ্যক্রমে ছেলেটি নিরাপদে শাড়িটি উদ্ধার করে উপরে উঠতে সক্ষম হয়েছে।

Follow Us

মায়ের ভালবাসা কখনও শব্দে ব্যাখ্যা করা যায় না। সন্তান যেন থাকে দুধেভাতে, তার জন্য কোনও কসরতই বাকি রাখেন না মা। কিন্তু সম্প্রতি ফরিদাবাদে (Faridabad) এমনই এক কাণ্ড ঘটে গেল, তা যেন এক লহমায় প্রচলিত সব ধারণাকেই ধুলোয় মিশিয়ে দিল। ৯ তলা বিল্ডিংয়ের বারান্দা (Balcony) থেকে ৮ তলার বারান্দায় ছেলেকে ঝুলিয়ে রাখলেন মা! ভয়ানক এই দৃশ্য (Shocking Video) দেখে সারা বিশ্ব যেন চমকে উঠেছে! সবাই বলছেন, এমনও মা হয়! কিন্তু কেন এমনটা করলেন তিনি, তা শুনলেও অবাক হতে হয়।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, মা তাঁর ছেলেকে একটি বেডশিটে বেঁধে ৯ তলা থেকে ৮ তলায় ধরে রেখেছেন। কিন্তু কেন? আসলে ৮ তলায় ওই মহিলার একটি শাড়ি পড়ে গিয়েছিল। আর সেই শাড়িটি আনতেই ঘুরপথে তিনি ছেলেকে একটি বেডশিটে বেঁধে পাঠিয়ে দিলেন ৯ তলা থেকে ৮ তলায়। সৌভাগ্যক্রমে ছেলেটি নিরাপদে শাড়িটি উদ্ধার করে উপরে উঠতে সক্ষম হয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, ছেলেটির হাত বাঁধা রয়েছে একটি হলদে বেডশিটে যা ৯ তলার বারান্দা এবং মায়ের হাতে লাগানো রয়েছে। আর ছেলেটির হাতে রয়েছে একটি সবুজ রঙের শাড়ি। আর এই কারণ শুনেই অনেকে চমকে গিয়েছেন। নেটাগরিকদের বক্তব্য, সহজ রাস্তা দিয়ে না গিয়ে, নির্ভরে ওই মহিলা কী ভাবে ছেলেকে একটা বেডশিট দিয়ে বেঁধে ৯ তলা থেকে ৮ তলায় পাঠালেন?

খুব সম্প্রতি এই ঘটনাটি ফরিদাবাদের সেক্টর ৮২-র একটি সোসাইটিতে ঘটেছে। সেই বিল্ডিংয়ের অপর প্রান্তের আর একটি বিল্ডিংয়ের একজন বাসিন্দা ভিডিয়োটি তুলেছেন। সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন তিনি। ভিডিয়ো করার সময় তাঁর মন্তব্য শোনা গিয়েছে। তিনি বলছেন, “এমনও মা হয়, যিনি ছেলেকে এই ভাবে বিপদের মধ্যে ফেলতে পারেন। সামান্য একটু ভুল হলেই ছেলেটি নীচে পড়ে যেত।”

পারভিন সারাস্বত নামের এক মহিলা ওই সোসাইটিতেই থাকেন। তিনি জানালেন যে, নীচের ফ্লোরে শাড়িটি পড়ে গিয়েছে বলে তিনি কারও সঙ্গে যোগাযোগও করেননি। ছেলেকে পাঠিয়ে দিয়েছেন তাও আবার ঘুরপথে এমন বিপজ্জনক ভাবে। সোসাইটির তরফ থেকে এই কাণ্ডের জন্য মহিলাকে ইতিমধ্যেই একটি নোটিশ পাঠানো হয়েছে এবং সতর্কও করা হয়েছে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে যেন না হয়।

আরও পড়ুন: ৪০ ঘণ্টারও বেশি সময় পর পাহাড়ের খাঁজ থেকে উদ্ধার যুবক! দেখুন রুদ্ধশ্বাস ভিডিয়ো

আরও পড়ুন: রেস্তোরাঁয় হাজির বিশাল টিকটিকি! তাই দেখে এ কী করলেন মহিলা… দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: মাঝ আকাশে প্যারাগ্লাইডার, কোনওমতে ঝুলে রয়েছে এক যুবক! তারপর… দেখুন ভাইরাল ভিডিয়ো

মায়ের ভালবাসা কখনও শব্দে ব্যাখ্যা করা যায় না। সন্তান যেন থাকে দুধেভাতে, তার জন্য কোনও কসরতই বাকি রাখেন না মা। কিন্তু সম্প্রতি ফরিদাবাদে (Faridabad) এমনই এক কাণ্ড ঘটে গেল, তা যেন এক লহমায় প্রচলিত সব ধারণাকেই ধুলোয় মিশিয়ে দিল। ৯ তলা বিল্ডিংয়ের বারান্দা (Balcony) থেকে ৮ তলার বারান্দায় ছেলেকে ঝুলিয়ে রাখলেন মা! ভয়ানক এই দৃশ্য (Shocking Video) দেখে সারা বিশ্ব যেন চমকে উঠেছে! সবাই বলছেন, এমনও মা হয়! কিন্তু কেন এমনটা করলেন তিনি, তা শুনলেও অবাক হতে হয়।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, মা তাঁর ছেলেকে একটি বেডশিটে বেঁধে ৯ তলা থেকে ৮ তলায় ধরে রেখেছেন। কিন্তু কেন? আসলে ৮ তলায় ওই মহিলার একটি শাড়ি পড়ে গিয়েছিল। আর সেই শাড়িটি আনতেই ঘুরপথে তিনি ছেলেকে একটি বেডশিটে বেঁধে পাঠিয়ে দিলেন ৯ তলা থেকে ৮ তলায়। সৌভাগ্যক্রমে ছেলেটি নিরাপদে শাড়িটি উদ্ধার করে উপরে উঠতে সক্ষম হয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, ছেলেটির হাত বাঁধা রয়েছে একটি হলদে বেডশিটে যা ৯ তলার বারান্দা এবং মায়ের হাতে লাগানো রয়েছে। আর ছেলেটির হাতে রয়েছে একটি সবুজ রঙের শাড়ি। আর এই কারণ শুনেই অনেকে চমকে গিয়েছেন। নেটাগরিকদের বক্তব্য, সহজ রাস্তা দিয়ে না গিয়ে, নির্ভরে ওই মহিলা কী ভাবে ছেলেকে একটা বেডশিট দিয়ে বেঁধে ৯ তলা থেকে ৮ তলায় পাঠালেন?

খুব সম্প্রতি এই ঘটনাটি ফরিদাবাদের সেক্টর ৮২-র একটি সোসাইটিতে ঘটেছে। সেই বিল্ডিংয়ের অপর প্রান্তের আর একটি বিল্ডিংয়ের একজন বাসিন্দা ভিডিয়োটি তুলেছেন। সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন তিনি। ভিডিয়ো করার সময় তাঁর মন্তব্য শোনা গিয়েছে। তিনি বলছেন, “এমনও মা হয়, যিনি ছেলেকে এই ভাবে বিপদের মধ্যে ফেলতে পারেন। সামান্য একটু ভুল হলেই ছেলেটি নীচে পড়ে যেত।”

পারভিন সারাস্বত নামের এক মহিলা ওই সোসাইটিতেই থাকেন। তিনি জানালেন যে, নীচের ফ্লোরে শাড়িটি পড়ে গিয়েছে বলে তিনি কারও সঙ্গে যোগাযোগও করেননি। ছেলেকে পাঠিয়ে দিয়েছেন তাও আবার ঘুরপথে এমন বিপজ্জনক ভাবে। সোসাইটির তরফ থেকে এই কাণ্ডের জন্য মহিলাকে ইতিমধ্যেই একটি নোটিশ পাঠানো হয়েছে এবং সতর্কও করা হয়েছে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে যেন না হয়।

আরও পড়ুন: ৪০ ঘণ্টারও বেশি সময় পর পাহাড়ের খাঁজ থেকে উদ্ধার যুবক! দেখুন রুদ্ধশ্বাস ভিডিয়ো

আরও পড়ুন: রেস্তোরাঁয় হাজির বিশাল টিকটিকি! তাই দেখে এ কী করলেন মহিলা… দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: মাঝ আকাশে প্যারাগ্লাইডার, কোনওমতে ঝুলে রয়েছে এক যুবক! তারপর… দেখুন ভাইরাল ভিডিয়ো

Next Article