AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বিশ্বের একমাত্র জিরাফ, যার গায়ে কি না একটিও ডোরাকাটা দাগ নেই; দেখলে চোখ কপালে উঠবে

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, "এটি একটি বিশেষ জিরাফ, এর জিরাফের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন।"

Viral Video: বিশ্বের একমাত্র জিরাফ, যার গায়ে কি না একটিও ডোরাকাটা দাগ নেই; দেখলে চোখ কপালে উঠবে
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 5:45 PM
Share

Viral Video Today: যে কোনও প্রাণীরই নির্দিষ্ট বৈশিষ্ট আছে। ঠিক যেমন সিংহ, চিতা বা বাঘের শরীরে তৈরি ডোরাগুলি একে অপরের থেকে আলাদা করে। একইভাবে, জিরাফ এবং জেব্রা বিভিন্ন শরীরের দাগ দ্বারা আলাদা করা হয়। কিন্তু কেউ যদি আপনাকে বলে যে ডোরাকাটা দাগ ছাড়া জিরাফ আছে বলে, তাহলে কি আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন? সম্ভবত না। আপনার মনে হবে এমন আবার হয় না কি? আদতেই এমন একটি জিরাফ জন্ম নিয়েছে যুক্তরাষ্ট্রের টেনেসিতে। বিশ্বের প্রথম অনন্য শিশু জিরাফ এটি। জন্মের পর থেকেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটিও দাগ নেই গায়ে। এটাও সম্ভব?

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মজার বিষয় হল যে এই শিশু জিরাফটির মায়ের গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। তাহলে এর গায়ে কোনও রকম দাগ হল না কেন? এই বিরল ছোট্ট জিরাফের দৈর্ঘ্য প্রায় 6 ফুট। এই বাচ্চা জিরাফের এখনও কোনও নাম রাখা হয়নি। 31 জুলাই জন্মগ্রহণ করা এই জিরাফটি বাদামী। বর্তমানে সেই চিড়িয়াখানার লোকজন এই জিরাফের বিশেষ যত্ন নিচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এটি একটি বিশেষ জিরাফ, এর জিরাফের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এটাও সম্ভব? জিরাফকে একেবারেই জিরাফের মতো দেখতে নয়।” পোস্টটি এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। প্রচুর ভিউও হয়েছে এই ছবিতে।