Bomb Recover: পাটক্ষেতে লুকোনো ১৬ ড্রাম তাজা বোমা, উদ্ধার হতেই কাদা ছোড়াছুড়ি তৃণমূল-বিজেপির
Bomb Recover in Khanakul: ঘটনাস্থল হুগলির খানাকুলের নতিবপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। সেখানে উপপ্রধানের বাড়ির সংলগ্ন একটি পাট ক্ষেত থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ড্রামে ১৬টি তাজা বোমা রাখা ছিল।
খানাকুল: পঞ্চায়েত ভোটের জেরে রাজ্যজুড়ে অব্যাহত অশান্তি। এরই মধ্যেই আবার জেলাগুলি থেকে উদ্ধার একের পর এক তাজা বোমা। এবার বিদায়ী উপপ্রধানের বাড়ি সংলগ্ন এলাকার পাট ক্ষেত থেকে ১৬টি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনাস্থল হুগলির খানাকুলের নতিবপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। সেখানে উপপ্রধানের বাড়ির সংলগ্ন একটি পাট ক্ষেত থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ড্রামে ১৬টি তাজা বোমা রাখা ছিল। কে বা কারা এই ড্রামে বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই ড্রামগুলি থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে তা নিষ্কৃ্য় করা হয়।
এ দিকে, বোমা উদ্ধারের ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে, ভোটের আগে বোমাগুলি রেখে তৃণমূল ভয় দেখানোর চেষ্টা করছে। বিজেপি-র এক একজন নেতা নিজেরাই বোমা। তাই এইসব করে কোনও লাভ নেই। পাল্টা তৃণমূলের যুক্তি, তারা চাইলেই মনোনয়ন জমা দেওয়ার সময় বিরোধী দলকে আটকাতে পারত। কিন্তু তা করেনি। মনোনয়ন সুস্থভাবেই জমা দিয়েছে। আসলে বিজেপি জানে যে ওরা জিতবে না সেই কারণে গোপনে বোমা মজুত করছে।