Pujoy Pulse: পুজোয় পালসের ট্যাবলো ঘিরে তুমুল উন্মদনা, আসানসোলে উপচে পড়ল ভিড়
TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস
Oct 08, 2024 | 2:56 PM
Pujoy Pulse: এবার আবার তেঁতুলের স্বাদের ‘গোলমোল’ ক্যান্ডি এনেছে পালস। যা নিয়েও উন্মাদনার অন্ত নেই। সকলেই বলছেন এ স্বাদের জুড়ি মেলা ভার। চটপটা স্বাদে মাতোয়ারা আট থেকে আশি। এবার আবার সিজন টু তে পুজোয় পালস শিল্পী সম্মান উঠছে বাংলার বিখ্যাত কিছু মৃৎ শিল্পীদের হাতেও।
1 / 4
ঢাকে পড়েছে কাঠি। পুজোয় মেতে আপামর বাঙালি। পুজোর আনন্দকে দ্বিগুণ করতে রাজ্যের ২২ শহরে ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ট্যাবলো ঘিরে সর্বত্রই দেখা যাচ্ছে উন্মাদনার ছবি।
2 / 4
দক্ষিণবঙ্গের একাধিক শহরে ঘুরতে ঘুরতেই পুজোয় পালস সিজন টু এর ট্যাবলো পৌঁছে গিয়েছিল আসানসোলেও। সেখানেও ট্যাবলো ঘিরে কচিকাচাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
3 / 4
এবার আবার তেঁতুলের স্বাদের ‘গোলমোল’ ক্যান্ডি এনেছে পালস। যা নিয়েও উন্মাদনার অন্ত নেই। সকলেই বলছেন এ স্বাদের জুড়ি মেলা ভার। চটপটা স্বাদে মাতোয়ারা আট থেকে আশি। এবার আবার সিজন টু তে পুজোয় পালস শিল্পী সম্মান উঠছে বাংলার বিখ্যাত কিছু মৃৎ শিল্পীদের হাতেও।
4 / 4
বিশেষ সম্মান পেয়েছেন শিলিগুড়ির মৃৎশিল্পী সুশান্ত পাল। খুশি তাঁর পরিবার। সুশান্তুবাবু বলছেন, “বাবার হাতে মূর্তি তৈরী দেখেই অজান্তেই ভালবাসা কাজের প্রতি। এখন ব্যবসার হাল ভাল না। পেট চালানো দায়। শ্রমিকের বেতন দিতে টাকা চাই। কিন্তু মূর্তির দাম পাই না।”