Alipurduar: কাজের টোপ দিয়ে একই পরিবারের ৮ জনকে বিক্রির অভিযোগ

Alipurduar news: হরিয়ানায় ইটভাটায় তাদের কাজ দেওয়ার কথা বলে নিয়ে যায় মমতা দাস। এরপর সেখানে ৮০ হাজার টাকার বিনিময়ে তাদের বিক্রি করে দিয়ে চম্পট দেয় অভিযুক্ত।

Alipurduar: কাজের টোপ দিয়ে একই পরিবারের ৮ জনকে বিক্রির অভিযোগ
আলিপুরদুয়ারের একই পরিবারের আট জনকে বিক্রি করে দেওয়ার অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 6:59 PM

আলিপুরদুয়ার: কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্য়ে নিয়ে একই পরিবারের ৮ জনকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। ঘটনাটি ঘটেছে উত্তর জিৎপুর এলাকায়। এলাকার এক পরিবারের ৮ জনকে কাজের প্রলোভন দেখিয়ে হরিয়াণা নিয়ে গিয়েছিল স্থানীয় বাসিন্দা মমতা দাস। গত বছরের ১১ ডিসেম্বর তাঁদের হরিয়ানা নিয়ে গিয়েছিল ওই মহিলা। জানা গিয়েছে মমতা দাস এলাকায় স্থানীয় ঠিকাদার হিসেবে পরিচিত। হরিয়ানায় ইটভাটায় তাদের কাজ দেওয়ার কথা বলে নিয়ে যায় সে। এরপর সেখানে ৮০ হাজার টাকার বিনিময়ে তাদের বিক্রি করে দিয়ে চম্পট দেয় অভিযুক্ত মমতা দাস।

জানা গিয়েছে হরিয়ানায় নিয়ে যাওয়ার পর একটি ইটভাটাতে কিছুদিন কাজ করানো হয় তাদের। তারপর আরও একটি ভাটাতে তাদের নিয়ে যাওয়া হয়। অভিযোগ ওখান থেকেই ৮০ হাজার টাকার বিনিময়ে তাদের বিক্রি করে দেয় মমতা দাস। পরে জানা যায় তাদের ওখানে আটকে রাখা হয়েছে। তবে তাঁরা হরিয়ানার কোথায় আছেন, তা জানেন না পরিবারের লোকেরা। এদিকে মমতা দাসের সঙ্গে দিনহাটার আরও দুই ব্যক্তি রয়েছে বলে জানা যায়। ওই আট ঠিকাকর্মীর পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই থানায় এফআইআর করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তও শুরু করে দিয়েছে।

দীর্ঘদিন ধরে ওই আটজনের সঙ্গে পরিবারের বাকি কারও কোনও যোগাযোগ ছিল না। কিন্তু গত সপ্তাহে আলিপুরদুয়ারের বাড়িতে একটি ফোন আসে। ও প্রান্তে হরিয়ানায় আটকে থাকা এক সদস্য। তিনি অন্য এক ব্যক্তির ফোন থেকে বাড়িতে ফোন করেছিলেন। তাঁদের সীমাহীন কষ্টের কথা জানিয়েছিলেন। তিনিও বাড়িতে জানান যে তাঁদের বিক্রি করে দেওয়া হয়েছে। যেখানে আটকে রাখা হয়েছে সেখানে তাঁদের দু’বেলা ঠিকভাবে খেতেও দেওয়া হচ্ছে না। অনেকেই অসুস্থ বোধ করছেন। সেই কথাবার্তার পর আর যোগাযোগ করা সম্ভব হয়নি ওই আটজনের সঙ্গে।

যদিও পুলিশ অভিযান শুরু করলে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত মমতা দাস। এদিকে পরিবারের লোকজন এই নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন। পরিবারের লোকজন জানান,ওই আটজন কোথায় রয়েছেন তা তাঁরা জানেন না। তাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই। এমনকী ওই ঠিকাদারও হুমকি দিয়ে রেখেছে, বিষয়টি পুলিশে জানালে তাদের খুন করে ফেলা হবে। ফলে আতঙ্কে দিন কাটছে বৃদ্ধা মা ও ভাইয়ের। জানা যায় হরিয়ানার হাসানগড় এলাকায় তাদের একটি জায়গায় রাখা হয়েছে। ওই আট জনের মধ্যে দুইজন শিশুও রয়েছে।

আরও পড়ুন : Fire in Kolkata: ট্যাংরায় ক্রিস্টোফার রোডের বস্তিতে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা