AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus: বাড়ছে না মাইনে, বড় সিদ্ধান্ত জানালেন পরিবহন কর্মীরা

Alipurduar: আলিপুরদুয়ার পরিবহন কর্মী পংকজ রায় বলেন, "এটা দ্বিচারিতা। এটা আমরা মেনে নেব না। আমাদের দিয়ে সব কাজ করানো হবে অথচ বেতন বাড়বে না। এটা মেনে নেব না।"

Bus: বাড়ছে না মাইনে, বড় সিদ্ধান্ত জানালেন পরিবহন কর্মীরা
কী সিদ্ধান্ত নিলেন বাস কর্মীরা?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 12, 2025 | 2:41 PM
Share

আলিপুরদুয়ার: বাড়েনি বেতন অসন্তোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে। অনিশ্চয়তায় থাকা মেকানিক ও কনডাক্টরদের আলিপুরদুয়ার ডিপোতে অবস্থান-বিক্ষোভে নেমেছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারি ঐক্যমঞ্চের উদ্যেগে এদিন আলিপুরদুয়ার ডিপোতে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। তবে সমস্যার সুরাহার না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঙ্কার দিয়েছেন এই সকল কর্মীরা।

জানা গিয়েছে, পরিবহন চালকদের বেতন বাড়লেও মেকানিক ও কনডাক্টরদের বেতন বাড়েনি। ফলে এনিয়ে চাপা অসন্তোষ শুরু হয়েছে কর্মীদের মধ্যে। আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ডিপোতে মাত্র ১০ জন সরকারি হিসেবে কর্মী রয়েছেন। বাদ বাকি ১৬০ জন চুক্তিভিত্তিক কর্মী। বিক্ষোভকারীদের দাবি, এক নির্দেশ চুক্তিভিত্তিক বাস কন্ডাক্টরদের বেতন বাড়লেও মেকানিক ও সরকারি কন্ডাক্টর বেতন বাড়ানো হয়নি। এই নিয়ে ক্ষুদ্ধ পরিবহন কর্মীরা।

আলিপুরদুয়ার পরিবহন কর্মী পংকজ রায় বলেন, “এটা দ্বিচারিতা। এটা আমরা মেনে নেব না। আমাদের দিয়ে সব কাজ করানো হবে অথচ বেতন বাড়বে না। এটা মেনে নেব না। পরিস্থিতি স্বাভাবিক রেখে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের দাবি না মেনে নিলে বড় ধরনের আন্দোলনে নামব আমরা।” এ দিকে, এ বিষয়ে ডিপো ইনচার্জ শঙ্কর দে বলেন, “বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটা যে দ্বিচারিতা।” তিনি বলেন, “আমি কর্মীদের পক্ষে। পরিবহনে বাস চলাচলে সমস্যা হতে পারে। সেটা উপর মহলে জানানো হবে।”