Alipurduar: খুলেও ২ বছরের মধ্যে ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের চা বাগান, কর্মহীন ৭০০ শ্রমিক
Alipurduar: মধু চাবাগানের শ্রমিকরা ছ'মাস ধরে বেতন পাচ্ছেন না। কিন্তু বেতন না পেয়েও কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। রবিবার শ্রমিকরা মিছিল করে হাসিমারা থানায় অভিযোগ দায়ের করেন। ফলে টনক নড়ে মালিক পক্ষের।

আলিপুরদুয়ার: ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের মধু চাবাগান। কর্মহীন হয়ে পড়লেন ৭০০ শ্রমিক। সাত বছর বন্ধ থাকার পর ২০২২ সালে আলিপুরদুয়ারের কালচিনির মধু চাবাগান খুলে। কিন্তু তিন বছর না যেতেই ফের সোমবার বন্ধ হয়ে গেল। এর আগে মধু চাবাগানে ৯৬১ জন শ্রমিক ছিল। বাগানটি খোলার পর শ্রমিক সংখ্যা দাঁড়ায় ৭০০ জন। এই বাগান টিএসওপি-র মাধ্যমে অন্য মালিককে দিতে বাগানের শ্রমিকরা মিছিল করে হাসিমারা থানায় অভিযোগ দায়ের করে।
মধু চাবাগানের শ্রমিকরা ছ’মাস ধরে বেতন পাচ্ছেন না। কিন্তু বেতন না পেয়েও কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। রবিবার শ্রমিকরা মিছিল করে হাসিমারা থানায় অভিযোগ দায়ের করেন। ফলে টনক নড়ে মালিক পক্ষের।
রবিবার রাতে চাবাগানটিতে ‘সাসপেনশন অব ওয়ার্কের’ নোটিস ঝুলিয়ে বাগান ছেড়ে উধাও হয়ে যান ম্যানেজমেন্ট। ম্যানেজার, সহকারি ম্যানেজার সকলেই চলে যান। ফের সঙ্কটে মধু চাবাগান। এই বাগানের শ্রমিক সংগঠনের নেতারা জানান, ৬ মাস ধরে বেতন বন্ধ শ্রমিকদের। প্রভিডেন্ট ফান্ডেও টাকা জমা হচ্ছে না। সেক্ষেত্রে চাবাগানটিকে আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

