Alipurduar: নির্বাচনে গুলি চালনায় অভিযুক্ত তৃণমূল নেতার আত্মসমর্পণ

Alipurduar: লোকসভা নির্বাচনের মুখে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে অভিযুক্তদের গ্রেফতারে দলীয় চাপ থাকে।শেখ শাজাহান গ্রেফতারের পর তৃণমূলে অভিযুক্তদের বিরুদ্ধে চাপ তৈরি হওয়ায় শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করল বুথ জ্যাম ও গুলি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা রনি মল্লিক।

Alipurduar: নির্বাচনে গুলি চালনায় অভিযুক্ত তৃণমূল নেতার আত্মসমর্পণ
আত্মসমর্পণ তৃণমূল নেতারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2024 | 1:09 PM

আলিপুরদুয়ার: পঞ্চায়েত নির্বাচনে বুথ জ্যাম ও গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য রনি মল্লিক আলিপুরদুয়ার আদালতে আত্মসমর্পণ করলেন। দীর্ঘ ৮ মাস পর রনি মল্লিক আত্মসমর্পণ করলেন। আলিপুরদুয়ারের বিবেকানন্দ ১ গ্রাম পঞ্চায়েতের ১২/১৬৪ নম্বর বুথে পঞ্চায়েত নির্বাচনের দিন সন্ধ্যা নাগাদ গুলি চলে। ওই দিন ৮ রাউন্ড গুলি চলেছিল বলে পুলিশের বক্তব্য। ওই দিন ঘটনাস্থলে পুলিশ যায়। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। লোকসভা নির্বাচনের মুখে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে অভিযুক্তদের গ্রেফতারে দলীয় চাপ থাকে।শেখ শাজাহান গ্রেফতারের পর তৃণমূলে অভিযুক্তদের বিরুদ্ধে চাপ তৈরি হওয়ায় শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করল বুথ জ্যাম ও গুলি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা রনি মল্লিক।

এ ব্যাপারে কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু দেবনাথ বলেন,  “এরকম শাজাহান, রনি অনেক আছে। এটা গট আপ গেম।পুলিশ আবার ছেড়ে দেবে।” যদিও তৃণমূল নেতা ভাস্কর মজুমদার বলেন, “আইন আইনের পথে চলবে। নির্বাচনের আগে তো পুলিশ পুলিশের কাজ করবে।তবে রাজ্যে সিবি আই,ইডির চেয়ে অ্যাক্টিভ পুলিশ। এতদিন জামিনের জন্য আবেদন করেছিল।তা হয়নি।তাই আত্মসমর্পণ।”