BJP MLA: ফের তুমুল বিক্ষোভের মুখে মনোজ ওরাও, বিজেপি বিধায়ককে বাঁচাতে মাঠে নামল কেন্দ্রীয় বাহিনী

North Bengal Situation: একদিন আগেও একইভাবে নিজের বিধানসভা ক্ষেত্রেই বিক্ষোভের মুখে পড়েছিলেন মনোজ ওরাও। এদিনও ফের দেখা গেল একই ঘটনার প্রতিচ্ছবি। বিজেপির অভিযোগ, পুরোটাই পূর্বপরিকল্পিত। আগে থেকে প্ল্যান করেই এ ঘটনা ঘটাচ্ছে তৃণমূল।

BJP MLA: ফের তুমুল বিক্ষোভের মুখে মনোজ ওরাও, বিজেপি বিধায়ককে বাঁচাতে মাঠে নামল কেন্দ্রীয় বাহিনী
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Oct 07, 2025 | 3:36 PM

কুমারগ্রাম: সোমবারের পর মঙ্গলবারও ফের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক মনোজ ওরাও। কুমারগ্রামের বিথিবাড়িতে ঘেরাও-বিক্ষোভ। বিধায়কের অভিযোগ, বিক্ষোভের নেপথ্যে তৃণমূলের কর্মী সমর্থকেরাই। তাঁর দাবি, তিনি ত্রাণ দিতে গিয়েছেন, কোনও রাজনীতি তিনি করতে যাননি। কিন্তু তারপরেও তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ চলে। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে তাঁকে বাঁচাতে রীতিনতো লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। যদিও তৃণমূল বলছে এটা পুরোটাই জনরোষ। মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে। জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকার মানুষের কোনও যোগাযোগই নেই। তারই প্রতিফলন দেখা যাচ্ছে এসব ঘটনায়। এর সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। 

এদিকে একদিন আগেও একইভাবে নিজের বিধানসভা ক্ষেত্রেই বিক্ষোভের মুখে পড়েছিলেন মনোজ ওরাও। এদিনও ফের দেখা গেল একই ঘটনার প্রতিচ্ছবি। বিজেপির অভিযোগ, পুরোটাই পূর্বপরিকল্পিত। আগে থেকে প্ল্যান করেই এ ঘটনা ঘটাচ্ছে তৃণমূল। যদিও ঘাসফুল শিবির বলছে, মানুষ যদি বিক্ষোভ দেখায় তাহলে তাঁদের কিছু বলার থাকতে পারে না। কিন্তু, গেরুয়া শিবিরের জোরাল দাবি, পুরোটাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। 

ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো বিধায়কের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়েছে। দু’জন মহিলাও আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। ব্যাপক ভাঙচুর করা হয়েছে চারটি গাড়িতে। এদিকে একদিন আগেই আবার নাগরাকাটায় গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালেও নিয়ে যাওয়া হয় খগেনকে। শঙ্কর ঘোষের অভিযোগ ছিল তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়েছিল। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তাঁর দাবি, পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। এদিনই আবার খগেনকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।