AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alipurduar: ২৪ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে, পেরোতে পারছিল না খরস্রোতা নদী, সারমেয়কে কোলে করে নদী পার করিয়ে নজির প্রীতমের

শুক্রবার রাত থেকে শনিবার প্রকৃতির রোষে পাহাড়। একটা নিম্নচাপ পুরো শেষ করে দিচ্ছে যেন সকলকে। উত্তরবঙ্গে মৃত্যুর কবলে একাধিক ব্যক্তি। পাহাড়ি রাস্তা যেমন ধসেছে, তেমনই ভেঙেছে বাড়িঘর। আস্ত সেতু ভেঙেচুড়ে একশা। ধুলিসাৎ একাধিক গ্রাম।

Alipurduar: ২৪ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে, পেরোতে পারছিল না খরস্রোতা নদী, সারমেয়কে কোলে করে নদী পার করিয়ে নজির প্রীতমের
কোলে করে নদী পারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 07, 2025 | 11:20 PM
Share

আলিপুরদুয়ার: কখনও হাতি, কখনও দড়ি। কখনও আবার পে-লোডার কিংবা জেসিবি। উদ্ধারকাজ চলছে ঠিক এই ভাবেই। জলদাপাড়া অভয়ারণ্য জলে ডুবেছে। সেখান থেকে পর্যটকদের ঠিক এই ভাবেই বের করে আনা হয়েছে। তবে যে সময় সকলে পারাপার করছে নদী, সেই সময় ওর কপালে দুঃশ্চিন্তার ভাঁজ। ভাবছেন তো ও কে? আসলে ও হল একটি সারমেয়। ২৪ টা ঘণ্টা কেটেছে। ওপারেই ছিল কুকুরটি। কোনও ভাবেই এপারে আসতে পারছিল না। আর নদীতে প্রচণ্ড কারেন্ট। সাঁতরে পারাপার করা যাচ্ছে না। তখনই এগিয়ে দেবদূতের মতো এগিয়ে এলেন এক যুবক। কোলে-কোলে কুকুরটিকে নদী পার করান তিনি।

শুক্রবার রাত থেকে শনিবার প্রকৃতির রোষে পাহাড়। একটা নিম্নচাপ পুরো শেষ করে দিচ্ছে যেন সকলকে। উত্তরবঙ্গে মৃত্যুর কবলে একাধিক ব্যক্তি। পাহাড়ি রাস্তা যেমন ধসেছে, তেমনই ভেঙেছে বাড়িঘর। আস্ত সেতু ভেঙেচুড়ে একশা। ধুলিসাৎ একাধিক গ্রাম। ইতিমধ্যেই ডুবেছে জলদাপাড়া অভয়ারণ্য। পর্যটকদের কোনও মতে বের করে আনা হয়েছে সেখান থেকে। কারণ, হলং নদীর উপরে থাকা সেতু ভেঙে গিয়েছে। তাই আর পারাপার করা সম্ভব হচ্ছিল না।

২৪ ঘণ্টা ওপারেই ছিল কুকুরটি। মানুষের মতো সে তো দড়ি ধরে পার হতে পারছিল না।তখনই যেন স্বয়ং দেবদূতের মতো হাজির হন প্রীতম দাস। মাদারীহাটের বাসিন্দা তিনি। এরপর ওই সারমেয়কে কোলে তুলে নিয়ে নদী সাঁতরে পেরলেন। প্রীতম বলেন, “কালকে থেকে কুকুরটা ওপারে ছিল। প্রায় ২৪ ঘণ্টা হয়ে গিয়েছিল। একটা গোটা রাত ও ওইখানেই ছিল। পার হতে পারছিল না। তারপরই ওকে কোলে তুলে পার করি। ভাল লাগছে যে একটা পশুর জীবন বাঁচাতে পেরেছি।”