CM Mamata Banerjee: ‘হনুমানগুলোকে থ্যাঙ্কস…’, কেন বললেন মমতা?

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 23, 2025 | 10:24 AM

CM Mamata Banerjee: গতকাল বন দফতরের দু'জন আধিকারিককে তোলেন মমতা। মঞ্চ থেকেই বলতে শোনা যায়, "হনুমানগুলোকে থ্যাঙ্কস। ওরা ছিড়ে দিয়েছিল বলে দেখতে পেলাম। পোস্টারে লেখা 'পাচারকারীদের গুলি করে মারা হবে...' এটা কোনও ভাষা হল?"

CM Mamata Banerjee: হনুমানগুলোকে থ্যাঙ্কস..., কেন বললেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

আলিপুরদুয়ার: ‘পাচারকারীদের গুলি করে মারা হবে…’, এই ভাষায় আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর হনুমানকে ধন্যবাদ জানালেন তিনি। কারণ, বনদফতরের তরফে যে নোটিস লাগানো হয়েছিল সেটা ছিঁড়ে দেয় হনুমান। সেই কারণে হনুমানদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী, জঙ্গলের রাস্তার ভিতর দিয়ে গেলে সাধারণ মানুষ হেনস্থার শিকার হন বলেও দাবি মমতার।

গতকাল বন দফতরের দু’জন আধিকারিককে ডাকেন মমতা। মঞ্চ থেকেই বলতে শোনা যায়, “হনুমানগুলোকে থ্যাঙ্কস। ওরা ছিড়ে দিয়েছিল বলে দেখতে পেলাম লেখা হয়েছে ‘পাচারকারীদের গুলি করে মারা হবে…’ এটা কোনও ভাষা হল? আইন অনুযায়ী ব্যবস্থা এটা বলো। অনেক সময় সাধারণ মানুষ যাঁরা জঙ্গলের ভিতরে ভুল করে চলে যান, তার উপর অনেক রকম অত্যাচার হয়। আমার নলেজে এটা আছে।”

এছাড়াও এ দিন মমতা জানান, পর্যটকদের থেকে বিভিন্ন ট্যাক্স নেওয়ার অভিযোগ উঠেছে বনদফতরের বিরুদ্ধে। বক্সা টাইগার রিজার্ভ নিয়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেছেন। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই সভা থেকে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যসচিবকে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডেকে বন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অ্যাজেন্ডা রাখার পরামর্শ দিয়েছেন মমতা।

Next Article