Rajdhani Express: রাজধানী এক্সপ্রেসের এসি কামরায় পাচার হচ্ছিল থরে থরে সাজানো গাঁজা!
Rajdhani Express: গতকাল ডাউন ডিব্রুগঢ়-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে একটি অভিযান চালানো হয়। আর তাতেই আসে সাফল্য। নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে ট্রেন থামতেই শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময়েই ট্রেনের বি-১ কামরার বেড রোল রাখার বাক্সের মধ্যে দেখা যায় চারটি ট্রলি ব্যাগ পড়ে রয়েছে।
আলিপুরদুয়ার: রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় ১০০ কেজি গাঁজা। গতকাল ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। গোপন সূত্র মারফত গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল। সেই সূত্র ধরেই গতকাল ডাউন ডিব্রুগঢ়-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে একটি অভিযান চালানো হয়। আর তাতেই আসে সাফল্য। নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে ট্রেন থামতেই শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময়েই ট্রেনের বি-১ কামরার বেড রোল রাখার বাক্সের মধ্যে দেখা যায় চারটি ট্রলি ব্যাগ পড়ে রয়েছে।
বেড রোল রাখার বাক্সের মধ্যে এভাবে চারটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ জাগে সিআইবি অফিসারদের মনে। সন্দেহজনক সেই ব্যাগগুলি খুলতেই চক্ষু চড়কগাছ অফিসারদের। থরে থরে সাজানো গাঁজার প্যাকেট। সব মিলিয়ে চারটি ট্রলি ব্যাগ থেকে ১১টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে। প্রায় ৯৯ কেজি ওই গাঁজার আনুমানিক দর ৯ লাখ ৯০ হাজার টাকার আশপাশে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বিপুল পরিমাণ এই গাঁজা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে আলিপুরদুয়ারের সিআইবি টিম।
গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, রাজধানী এক্সপ্রেসের ওই বাতানুকুল বি-১ কামরার সেই সময় ছিলেন কুশল কুমার নামে বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি পঞ্জাবের গুরুদাসপুর জেলায়। ওই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করে নিউ কোচবিহারে জিআরপি থানায় তুলে দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।