আলিপুরদুয়ার: বাচ্চা নিয়ে চড়ক মেলায় গিয়েছিলেন। আকাশের অবস্থা তাঁর ভালো ঠেকেনি। তাই বাচ্চাকে কোলে নিয়েই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথেই ঝোড়ো হাওয়া। বাড়তে থাকে বাতাসের গতিবেগ। কোনওক্রমে বাচ্চা কোলেই ঘরে ফিরতে চেয়েছিলেন দ্রুত। কিন্তু পারলেন না। বাচ্চা কোল থেকে ছিটকে পড়ে। কিন্তু তাঁর মাথায় ভেঙে পড়ে একটা গাছের ডাল। ঘটনাস্থলেই মৃত্যু। চৈত্রের শেষের কালবৈশাখী ঝড়ে আলিপুরদুয়ারের সুপার মার্কেট এলাকায় মৃত্যু হল এক মহিলার।
চৈত্রের শেষ রাতে খেল দেখাল প্রকৃতি। কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল আলিপুরদুয়ারের একাধিক এলাকা। জেলার একটি বিরাট অংশ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত পর্যটক থেকে সাধারণ মানুষ। মর্মন্তিক ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। চড়ক পূজার মেলা থেকে বাড়ি ফেরার পথে ঝড়ে গাছ ভেঙে পড়ে তাঁর মাথায়। রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কামাক্ষ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায়। মৃত মহিলার নাম সুমতি দাস। ওই মহিলা চড়ক পূজার মেলা দেখে বাচ্চা কোলে নিয়ে বাড়ি ফিরছিলেন। আচমকাই পথে ঝড়ের কবলে পড়েন তিনি। রাস্তার ধার দিয়েই যাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই একটি বিরাট গাছ তার ওপর ভেঙে পড়ে। কোল থেকে ছিটকে পড়ে যায় বাচ্চাটা। ফলে সে কোনওক্রমে বেঁচে যায়। কিন্তু মাথা থেকে রক্ত বের হতে থাকে মহিলার। বাচ্চার কান্নায় যতক্ষণে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করেন, ততক্ষণে সব শেষ। মৃত্যু হয় ওই মহিলার।
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গেরও একাধিক জেলা। নদিয়ায় একাধিক গাছ ভেঙে পড়ে। রাস্তায় গাছ ভেঙে যানজট তৈরি হয়। আহত হন বেশ কয়েকজন। আহতদের চিকিৎসা চলছে শক্তিনগর জেলা হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহট্ট, মাজদিয়া চাপড়া-সহ নদিয়ার একাধিক এলাকায় শুরু হয় আচমকা ঝড়। চাপড়া থানার লক্ষ্মী গাছা কৃষ্ণনগর – করিমপুর রাজ্য সড়কে উপরে ভেঙে পড়ে একাধিক গাছ। রাস্তায় একাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে। বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। ফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
আরও পড়ুন: ‘সব দিয়েও আটকাতে পারলাম না, বাচ্চাগুলোর কথাও ভাবল না’, মাথায় দগদগে ঘা নিয়েই একটানা বলে চলল মেয়েটা