Durga Puja 2021: পেটে ভাত নেই, তবু দুর্গাপুজো… প্রার্থনা, এবার যেন চা-বাগানটা খোলে

Alipurduar: সাত বছর ধরে বন্ধ কালচিনির মধু চা-বাগান (Tea Garden)। অনিশ্চয়তায় হাজারো শ্রমিক। এরই মাঝে এবার পুজো (Durga Puja 2021)। পরিবারের অন্ন সংস্থান হচ্ছে না, তবু দুর্গার আরাধনায় কয়েকশো শ্রমিক।

Durga Puja 2021: পেটে ভাত নেই, তবু দুর্গাপুজো... প্রার্থনা, এবার যেন চা-বাগানটা খোলে
শতচ্ছিন্ন কাপড়, আধপেটা খাবার খেয়েও পুজো করছেন চা বাগানের কর্মীরা। নিজস্ব চিত্র

| Edited By: সৈকত দাস

Oct 10, 2021 | 2:23 PM

আলিপুরদুয়ার: সাত বছর ধরে বন্ধ কালচিনির মধু চা-বাগান (Tea Garden)। অনিশ্চয়তায় হাজারো শ্রমিক। এরই মাঝে এবার পুজো (Durga Puja 2021)। পরিবারের অন্ন সংস্থান হচ্ছে না, তবু দুর্গার আরাধনায় কয়েকশো শ্রমিক। ক্ষুধার্ত পেটে, পুরনো, ছেঁড়া জামাকাপড় পরেই দুর্গাপুজো করছেন বন্ধ মধু চা বাগানের শ্রমিকরা। প্রার্থনা একটাই, এবার যেন খোলে চা-বাগান।

সাত বছর ধরে বন্ধ ডুয়ার্সের মধু চা বাগান। এই চা বাগান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কর্মহীন হয়ে পড়েন মোট ৯৯৫ জন শ্রমিক। চা-বাগান বন্ধ হলেও পুজো বন্ধ করেননি শ্রমিকরা। কোনওক্রমে সাত বছর ধরে চালিয়ে যাচ্ছেন পুরনো দুর্গা পুজো। পুজোর সেই পুরনো জৌলুস নেই, নেই কোনও আলোর ঝলকানি। তবু কোনওক্রমে পুজো করছেন এই চা-বাগানের শ্রমিকরা।

পুজো মানেই আনন্দ। নতুন জামাকাপড়, ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া, আরও কত কী! সবাই যখন নতুন পোশাক পরে পুজোতে ঘুরতে বের হয়, এই চা বাগানের শ্রমিকদের সন্তানের কাছে নতুন জামাকাপড়? সে শুধু অলীক কল্পনা। ঠিক মত দু”বেলা খাবার জোটে  না। তার আবার নতুন জামা।

সন্তানদের নতুন  জামা কিনে দিতে পারেননি শ্রমিকরা। বাগান বন্ধ, বাবা মা নতুন বস্ত্র কিনে দিতে পারবে না, এই কঠিন বাস্তব সত‍্য কষ্ট হলেও মেনে নিতে শিখেছে শ্রমিক পরিবারের ছোট সদস্যরা। তাই তারাও আর নতুন জামার জন্য বায়না করে না। ছেঁড়া জামাকাপড় পরেই ছুটে বেড়াচ্ছে পুজো প্রাঙ্গণে।

বাগানের শ্রমিক নেতা ইশদর তির্কির কথায়, এত সমস্যা সত্ত্বেওএবার পুজোটা করেছেন। সবাই কিছু না কিছু চাঁদা দিয়েছে, তা দিয়েই পুজো হচ্ছে। তাঁরা মায়ের কাছে প্রার্থনা করতে চান যাতে বাগানটি এবার খোলে।  কর্মহীন শ্রমিকরা আলোর পথ খুঁজে পান। তাই এই পুজো।

আরও পড়ুন: Durga Pujo 2021: ‘বাড়ির যা অবস্থা বাবাকে তো বলা যায় না’, পুজোর জামা কিনতে তাই কচুশাক বেচতে বসল খুদে 

এবার ছোট করে ও দুর্গাপুজোর আয়োজন হয়েছে। পুজো হবে কিন্তু পুরনো সেই আনন্দ নেই, জৌলুসও নেই। শ্রমিকদের কথায়, পুজো হবে। তবে এবার কোনও মণ্ডপ নেই, প‍্যান্ডেল নেই। সবাই দশ টাকা থেকে কুড়ি টাকা চাঁদা দিচ্ছেন। আর তাই দিয়ে কোনওক্রমে পুজো হচ্ছে। বাচ্চারা নতুন জামাকাপড়ের জন‍্য কান্নাকাটি করছে। কিন্ত তাঁরা নিরুপায়। দুর্গা মায়ের কাছে তাঁদের একটাই প্রার্থনা, এবার যেন মধু চা-বাগান খুলে যায়। এই কষ্টের শেষ হয়। জামা জোটে বাচ্চাদের। খাবারের সংস্থান হয়।
শারদীয়ার উৎসবে এও এক চিত্র আলিপুরদুয়ারে।

আরও পড়ুন: Murder: আচমকা বাবার মাথায় কোদালের কোপ বসাল ছেলে! বারান্দাজুড়ে রক্তারক্তি কাণ্ড 

আরও পড়ুন: Durga Puja 2021: করোনা সংক্রমণ বাড়ছে আর মুখ্যমন্ত্রী ক্লাবকে চেক বিলি করছেন! আক্রমণ বিজেপি সাংসদের