AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah News: পিছিয়ে গেল শাহের বঙ্গসফর! তুঙ্গে সভাপতি বাছাইয়ের জল্পনা

Amit Shah in Bengal: অমিত শাহ যে বাংলায় আসছেন, সেই কথাটা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি বঙ্গ বিজেপিও। মূলত, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শাহ-সফরে কুলুপ আঁটে বিজেপি শিবির। এর আগেও ইদের সময়কালে ভেস্তে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সফর।

Amit Shah News: পিছিয়ে গেল শাহের বঙ্গসফর! তুঙ্গে সভাপতি বাছাইয়ের জল্পনা
অমিত শাহ (ফাইল ফোটো)Image Credit: PTI
| Edited By: | Updated on: May 27, 2025 | 11:13 AM
Share

কলকাতা: ফের পিছিয়ে গেল অমিত শাহের বঙ্গ সফর। চলতি মাসেই বাংলায় ঝটিতি সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামী ৩১ মে রাতে কলকাতায় নামার কথা ছিল তাঁর। পরদিন অর্থাৎ পয়লা জুন যোগ দিতেনন দু’টি কর্মসূচিতে। একটি আয়োজন হওয়ার কথা ছিল সায়েন্স সিটি চত্বরে। অন্যটি ওয়েস্টিন হোটেলে। সেই কর্মসূচি মিটিয়েই তারপর রাতে রওনা দিতেন রাজধানীতে। কিন্তু তার আগেই ভেস্তে গেল সব পরিকল্পনা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহের জন্য পিছিয়ে গিয়েছে ‘শাহী সফর’। কিন্তু হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত সেই নিয়ে মুখ খোলেনি পদ্ম শিবির। সর্বপরি, অমিত শাহ যে বাংলায় আসছেন, সেই কথাটা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি বঙ্গ বিজেপিও। মূলত, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শাহ-সফরে কুলুপ আঁটে বিজেপি শিবির। এর আগেও ইদের সময়কালে ভেস্তে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সফর।

কিন্তু সেবার না হয় ইদ ছিল, এই বার কী রয়েছে যে পিছিয়ে দিতে হল সফরসূচি? গোপন সূত্রে জানা গিয়েছে, সম্ভবত এই সপ্তাহের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের কাজটা রফা হয়ে যাবে। আর সেই কাজ শেষ হলেই জুনের প্রথম সপ্তাহে বাংলায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পদ্ম শিবিরের সাংগঠনিক নীতি অনুযায়ী, অর্ধেক রাজ্য সংগঠনগুলিতে সভাপতি বাছাইয়ের কাজ শেষ হলে তবেই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের পথে এগোতে পারবে দল। সেই নিরিখে ৩৬টি রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত ২৩টি সভাপতি নির্বাচনের কাজ বাকি রয়েছে। তবে কি এবার ছক ভেঙে সর্বভারতীয় সভাপতি বাছাই করবে বিজেপি? প্রশ্ন থাকছে সেই দিকেও।