Molestation Case: ‘জোর করে কাপড় টেনে খুলে দিল…’, ইসিজি করার নামে কুকর্ম ফাঁস
Molestation Case: জানা যাচ্ছে ওই মহিলা সুগার, থাইরয়েডের সমস্যা-সহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। সেই কারণেই ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। তখন চিকিৎসক তাঁকে ইসিজি করানোর পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ মতো মহিলাও ইসিজি করাতে যান। স্থানীয় এক ডায়াগনস্টিক সেন্টারেই তিনি ইসিজির জন্য যান। আর সেখানেই ইসিজি করার নামে তাঁর সঙ্গে এই কুকীর্তি করা হয়েছে বলে অভিযোগ।
তালডাংরা: ইসিজি করানোর নামে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছিল গত ৫ তারিখ। সেদিনই মহিলা অভিযোগ জানান থানায়। এফআইআর দায়ের করেন অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার পর থেকে চার দিন কেটে গেলেও এখনও পর্যন্ত ওই অভিযুক্ত অধরা। আর তাই নিয়েই এবার থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়। শুক্রবার সন্ধেয় এই ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি। মিছিল করে তালডাংরায়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয় পদ্ম শিবির। পরে তালডাংরা থানার সামনে গিয়েও একপ্রস্থ বিক্ষোভ দেখায়।
জানা যাচ্ছে ওই মহিলা সুগার, থাইরয়েডের সমস্যা-সহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। সেই কারণেই ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। তখন চিকিৎসক তাঁকে ইসিজি করানোর পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ মতো মহিলাও ইসিজি করাতে যান। স্থানীয় এক ডায়াগনস্টিক সেন্টারেই তিনি ইসিজির জন্য যান। আর সেখানেই ইসিজি করার নামে তাঁর সঙ্গে এই কুকীর্তি করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশের কাছে লিখিত অভিযোগে মহিলা জানিয়েছেন, গত সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটা নাগাদ তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলেন। সেই সময় ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাঁকে ইসিজি রুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টারের মালিক জোর করে তাঁর কাপড় টেনে খুলে দেয় এবং তারপর শুরু করে কুকর্ম।
মহিলা আরও জানাচ্ছেন, তিনি স্বামীর সঙ্গেই গিয়েছিলেন ওই ডায়াগনস্টিক সেন্টারে। স্বামী বাইরে অপেক্ষা করছিলেন। ডায়াগনস্টিক সেন্টারের মালিকের এই কুকীর্তিতে ভয় পেয়ে মহিলা চিৎকার করতে থাকেন এবং তখন স্বামীই তাঁকে উদ্ধার করেন। এদিকে বিষয়টি জানাজানি হলে, মহিলাকে ও তাঁর স্বামীকে প্রাণের মেরে ফেলা হবে, এমন হুঁশিয়ারিও দেওয়া হল বলে অভিযোগ। এই নিয়ে সেদিনই তালডাংরা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি।