AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ASHA Worker Protests: ‘মাসে ১৫ হাজার টাকা মাইনে দিতেই হবে’, আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে এবার চরম হুঁশিয়ারি আশা কর্মীদের

ASHA Worker Protests: যদিও তাঁদের পক্ষে এখনই সব দাবি মেটানো সম্ভব নয়, জানাচ্ছেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। তবে আশা কর্মীদের দাবি সম্বলিত স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

ASHA Worker Protests: ‘মাসে ১৫ হাজার টাকা মাইনে দিতেই হবে’, আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে এবার চরম হুঁশিয়ারি আশা কর্মীদের
ফের রাস্তায় আশা কর্মীরা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 11, 2025 | 4:33 PM
Share

বাঁকুড়া: মিটছে না দাবি-দাওয়া। রাস্তাতেই রয়েছেন আশা কর্মীরা। সাম্প্রতিককালে রাজ্য়ের নানা প্রান্তে লাগাতার আন্দোলনে নেমেছেন তাঁরা। মাসিক ১৫ হাজার ভাতা, নিয়মিত ইনসেনটিভ প্রদান, সরকারি নিয়ম অনুসারে ছুটি দেওয়া-সহ মোট ৯ দফা দাবিতে বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। 

যদিও তাঁদের পক্ষে এখনই সব দাবি মেটানো সম্ভব নয়, জানাচ্ছেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা। আশা কর্মীদের দাবি সম্বলিত, স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এদিকে মাসিক ভাতা বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যে আশা কর্মীরা। আশা করছিলেন বাজেট নিয়ে। আন্দোলনকারীদের বড় অংশ বলছেন, বাজেটে তাঁদের নিয়ে নতুন কিছু ঘোষণা থাকবে, এই আশ্বাস বারবার দেওয়া হয়েছিল। কিন্তু, দিনের শেষে পুরোটাই শূন্য। কিন্তু রাজ্য বাজেটে আশা কর্মীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত কোনও ঘোষণা না থাকায় কার্যত হতাশ হন আশা কর্মীরা। তাতেই আরও ক্ষোভ বেড়েছে আন্দোলনকারী আশা কর্মীদের মধ্যে।  

তারপরই রাজ্যজুড়ে লাগাতার আন্দোলনের ডাক দেয় আশা কর্মীদের সংগঠন। সেই আন্দোলনেরই অংশ হিসাবে বিভিন্ন জেলার পাশাপাশি এবার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন আশা কর্মীরা। ভাতা বৃদ্ধি-সহ তাঁদের দাবি-দাওয়া দ্রুত মেটানো না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত আশাকর্মীরা।