Bankura Bandh: ধর্মঘটীদের সঙ্গে পুলিশের লাগাতার ধস্তাধস্তি, তীব্র উত্তেজনা বাঁকুড়ায়

Bankura: বাঁকুড়া শহরের মাচানতলার ঘটনা। সোমবার বনধ সমর্থনকারীরা স্টেট ব্যাঙ্কের বন্ধ দরজায় পতাকা লাগিয়ে ব্যাঙ্কের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছিল তারা।

Bankura Bandh: ধর্মঘটীদের সঙ্গে পুলিশের লাগাতার ধস্তাধস্তি, তীব্র উত্তেজনা বাঁকুড়ায়
বনধে উত্তপ্ত বাঁকুড়া
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 1:26 PM

বাঁকুড়া: ধর্মঘট ঘিরে ব্যাপক উত্তেজনা বাঁকুড়ায়। সকাল থেকেই উত্তপ্ত ছিল বাঁকুড়া। একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসতে শুরু করে। এর মধ্যে বেলা গড়াতেই বাঁকুড়া স্টেট ব্যাঙ্কের সামনে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। আটক বেশ কয়েকজন বামকর্মী।

বাঁকুড়া শহরের মাচানতলার ঘটনা।সোমবার বনধ সমর্থনকারীরা স্টেট ব্যাঙ্কের বন্ধ দরজায় পতাকা লাগিয়ে ব্যাঙ্কের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছিল তারা। এর জেরেই ব্যাঙ্ক কর্মীরা কাজে এলেও ব্যাঙ্কের ভিতর ঢুকতে পারেনি। বেলা সাড়ে দশটা নাগাদ এই খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ব্যাঙ্কের সামনে হাজির হয়ে ধর্মঘটিদের সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু ধর্মঘটিরা ব্যাঙ্কের গেট না ছাড়ায় পুলিশ কার্যত জোর করে ধর্মঘটীদের সরানোর চেষ্টা শুরু করে। আর এতেই ধর্মঘটীদের সাথে কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। এরপর পুলিশ বেশ কয়েকজন ধর্মঘটীকে আটক করে বাঁকুড়া সদর থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে, এদিন সকাল নাগাদ বাঁকুড়ার বিষ্ণুপুরে সরকারি বাস আটকানোর চেষ্টা বনধ সমর্থনকারীদের। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ায় তারা। সরকারি বাস আটকানোর ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার বিষ্ণুপুরে ধর্মঘটীদের সঙ্গে তুমুল বচসা বাঁধল পুলিশের সঙ্গে। এর জেরেই সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়ার বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। এদিন, সকালে স্থানীয় বনধ সমর্থনকারীরা মিছিল করে বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসেন। সেখানে একটি সরকারি বাস বেরোনোর চেষ্টা করলে ধর্মঘটীরা বাসটির পথ আটকায়। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা বাধে। এরমধ্যেই বনধ সমর্থনকারীদের একাংশ রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভের জেরে বিষ্ণুপুর রসিকগঞ্জ এলাকায় বেশ কিছুক্ষণ ধরে আটকে থাকে সরকারি বাস। পরে পুলিশ ধর্মঘটীদের সরিয়ে দিলে সরকারি বাস চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, বাঁকুড়ার সারেঙ্গায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। রাস্তায় শুয়ে প্রতিবাদ করেন বনধ সমর্থনকারীরা। জানা গিয়েছে, অবরোধ চলার সময়ে সারেঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে অবরোধকারীদের হঠাতে গেলে ধর্মঘটীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। এরপরই ধর্মঘটীদের একাংশ রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ ধর্মঘটীদের রাস্তা থেকে সরিয়ে দিলে ওই রাস্তায় ফের যান চলাচল শুরু হয়।

আরও পড়ুন: Bomb Recover: এলাকায় ‘ভালো মানুষ’ হিসেবে পরিচিত, কিন্তু একটা রাতেই বদলে গেল পরিস্থিতি