Bomb Recover: এলাকায় ‘ভালো মানুষ’ হিসেবে পরিচিত, কিন্তু একটা রাতেই বদলে গেল পরিস্থিতি
North Dinajpur: এই উত্তেজনার মধ্যেই আবার বোমা উদ্ধার। জানা গিয়েছে, ইটাহারের গুলন্ধর দুই গ্রাম পঞ্চায়েতের বৌসা গ্রামে এক ব্যক্তির বাড়ির সামনে উদ্ধার হয় বোমা গুলি।
ইটাহার: এলাকাবাসী চিনতেন ভালো মানুষ হিসাবে। অন্তত তেমনটাই সুখ্যাতি ছিল তাঁর। কিন্তু হঠাৎ বদলে গেল গোটা পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই জেলায়-জেলায় বেড়েছে পুলিশি তৎপরতা। এই পরিস্থিতির মধ্যেই আবার বোমা উদ্ধার। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইটাহারে।
সপ্তাহের শুরুর দিনই বনধের জেরে ভোগান্তি জেলায়-জেলায়। কোথাও টায়ার জ্বালিয়ে চলেছে বিক্ষোভ, কোথাও আবার পথ অবরোধ। এই উত্তেজনার মধ্যেই আবার বোমা উদ্ধার। জানা গিয়েছে, ইটাহারের গুলন্ধর দুই গ্রাম পঞ্চায়েতের বৌসা গ্রামে এক ব্যক্তির বাড়ির সামনে উদ্ধার হয় বোমা গুলি। একটি কলাগাছে ঝোলান ছিল বোমার সেই প্যাকেট।
স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইটাহার থানার পুলিশ। বাড়ির মালিক চিরঞ্জিৎ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়্যাডকে। প্রায় আটটি কৌটো বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী বলেন, “একটি কলা গাছের পিছনে কোটো করে ঝোলান ছিল বোমা। যার বাড়িতে উদ্ধার হয়েছে তিনি এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত। কেউ হয়ত ওকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে।”অন্যদিকে, অভিযুক্তের দিদি জানান, “আমরা ঘুমোচ্ছিলাম। হঠাৎ পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেল। আমার ভাইকে ফাঁসানো হয়েছে। কিন্তু জানিনা কে করছে। ওদের বাগানে একটি কলা গাছের মধ্যে ঝোলান ছিল বোমাগুলি।”
বস্তুত, জেলায়-জেলায় কয়েকদিন ধরেই লাগাতার উদ্ধার হয়েছে বোমা, আগ্নেয়াস্ত্র। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার তালিত রেল গেটের কাছে পীরতলা লাগোয়া মাঠের ঘটনা। সেখানেই পরিত্যক্ত দুটি জারের ভিতর মজুত ছিল প্রচুর পরিমাণে বোমা। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দেখা যায় বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের পাশের একটি মাঠের মধ্যে দুটি জারে বোমা গুলি রাখা রয়েছে।
এরপর উত্তর ২৪ পরগনা। সেখানে থেকেও উদ্ধার হয়েছে তাজা বোমা। জগদ্দলের জিলিপি মাঠের বড় একটি বটগাছের কোটর থেকে উদ্ধার হয় আটটি তাজা বোমা। সূত্রের খবর, শুক্রবার ভোরে প্রথমে শ্যামনগর প্রভাতী সংঘ মাঠ থেকে আগ্নেয়াস্ত্র-সহ তিনজনকে পাকড়াও করে পুলিশ। জারি থাকে তল্লাশি অভিযান। এরপর গভীর রাতে জগদ্দলের গোলঘর জিলিপি মাঠের ধারের একটি বট গাছের কোটর থেকে বোমা গুলি উদ্ধার করে তারা।
আর পড়ুন: All India Strike: কাঠফাটা রোদের মধ্যেই রাস্তায় শুয়ে বিক্ষোভ বাম কর্মীর!