Maoist Poster: সাদা কাগজে লেখা খুনের তারিখ-সময়, কে পাঠল ভেবেই ঘাম ঝরছে প্রধান শিক্ষিকার

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 23, 2022 | 2:04 PM

Maoist Poster: মঙ্গলবার বিকেলে ডাক মারফত একটি চিঠি আসে তার কাছে। মুখ বন্ধ করা চিঠি খুলেই বুঝতে পারেন এটি খুনের হুমকি চিঠি।

Maoist Poster: সাদা কাগজে লেখা খুনের তারিখ-সময়, কে পাঠল ভেবেই ঘাম ঝরছে প্রধান শিক্ষিকার
প্রধানশিক্ষিকা ও তাঁর স্বামী (নিজস্ব ছবি)

Follow Us

বাঁকুড়া: প্রতিদিনের মতই নিয়ম করে স্কুলে গিয়েছিলেন প্রধান শিক্ষিকা। এবার স্কুল পৌঁছতেই হাতে এল একটি খাম। খামটি খুলতেই চমকে ওঠেন তিনি। গোদা বাংলায় লেখা ‘আগামী ২৮ ফেব্রুয়ারি তোলা ও ঘুষ নেওয়ার অপরাধে আপনার মুণ্ডু নেওয়া হবে।’ অন্য আর একটি কাগজে সেই একই কথা লিখে রাখা রয়েছে ইংরেজিতে। দুটি কাগজেই রাত দেড়টার কথা উল্লেখ করা রয়েছে। মাওবাদী হুমকি চিঠি পেয়ে এখন আতঙ্কিত ওই স্কুল শিক্ষিকা।

বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা কুণ্ডু। মঙ্গলবার বিকেলে ডাক মারফত একটি চিঠি আসে তার কাছে। মুখ বন্ধ করা চিঠি খুলেই বুঝতে পারেন এটি খুনের হুমকি চিঠি। সেখানে লেখা রয়েছে খুনের সময়ও। সাদা কাগজের উপর লাল কালীতে লেখা এই দুটি কাগজের নিচে ইংরাজিতে লেখা রয়েছে মাওইস্ট। খামের উপরের অংশে প্রেরকের হিসাবে নাম লেখা রয়েছে কিসান মান্ডি। ঠিকানা রয়েছে খড়গপুরের কৌশলা।

খুনের চিঠি

ওই প্রধানশিক্ষিকার দাবি চিঠিটি পোস্ট করা হয়েছে মেদিনীপুর থেকে। যদিও, এমন চিঠি এই প্রথম নয়, এর আগেও এই ধরনের চিঠি তিনি পেয়েছেন বলে জানা গিয়েছ। তবে কে বা কারা কী উদ্যেশ্যে এই চিঠি দিয়েছে তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি ইতিমধ্যেই পুলিশের নজরে আনা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে বারবার স্কুলের ঠিকানায় এই ধরনের খুনের হুমকি চিঠি আসায় স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় ওই প্রধান শিক্ষিকা ও তাঁর পরিবার।

হুমকি চিঠি

মধুমিতাদেবী বলেন, “আমি স্কুলে যাওয়ার পরে এক স্টাফ দেখলাম আমার হাতে ওই মুখ বন্ধ করা খাম দেন। পরে খুলে দেখি এমন খুনের হুমকি চিঠি। এরপর গোটা বিষয়টি পুলিশকে জানাই। পাঁচদিন পরে ফের আবার এমন হুমকি চিঠি এল আমার কাছে। একই বিষয় ইংরাজি এবং বাংলা দুটিতেই লেখা।”

 

আরও পড়ুন: Money recoevr from car: গাড়ির ডিকি, সিটের নিচে ওইগুলো কী? মাথায় হাত খোদ পুলিশের

আরও পড়ুন: Bomb Blast in Birbhum: ফের বোমা বিস্ফোরণ, বল ভেবে হাত দিয়েই ছটফট করে শেষ হয়ে গেল খুদে

Next Article