Bengal BJP: ‘বিদ্রোহ’ চলছেই! বাঁকুড়ায় বিজেপির মণ্ডল সভাপতি-সহ ১৩০ জনের পদত্যাগ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 30, 2022 | 10:53 PM

Chhatna: গত ২৫ ডিসেম্বর বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলায় জেলা সভাপতি পদে রদবদল হয়। নতুন জেলা কমিটি ঘোষণা করে বিজেপি নেতৃত্ব।

Bengal BJP: বিদ্রোহ চলছেই! বাঁকুড়ায় বিজেপির মণ্ডল সভাপতি-সহ ১৩০ জনের পদত্যাগ
সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন জীবন মণ্ডল। নিজস্ব চিত্র।

Follow Us

বাঁকুড়া: ফের বঙ্গ বিজেপিতে অস্বস্তি। বিজেপির (BJP) অন্দরের কোন্দলের অভিযোগ আরও বেআব্রু বাঁকুড়ায় (Bankura BJP)। একদিকে নতুন জেলা সভাপতির বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে বিষ্ণুপুরে পোস্টার পড়েছে। অন্যদিকে নতুন জেলা কমিটি থেকে বেরিয়ে গেলেন ছাতনার (Chhatna) ১৩০ জন বিজেপি নেতা। পদত্যাগের নেতৃত্বে ছাতনা-১ ব্লকের মণ্ডল সভাপতি। সাংসদ, বিধায়কের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষুব্ধরা। গত ২৫ ডিসেম্বর বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলায় জেলা সভাপতি পদে রদবদল হয়। নতুন জেলা কমিটি ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। এরপর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা যায়। পদত্যাগীদের অভিযোগ, স্থানীয় সাংসদ ইচ্ছামতো কমিটি গড়ে দল পরিচালনা করতে চাইছেন। ক্ষোভ রয়েছে দলীয় বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও। দল বিরোধী কাজের জন্য আগেই ছাতনার মণ্ডল সভাপতিকে শোকজ করা হয়েছে।

বিজেপির স্থানীয় সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলীয় সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন বাঁকুড়ার ছাতনা-১ মন্ডলের সভাপতি-সহ ওই মণ্ডলের নেতারা। রবিবার সকালে বাঁকুড়ার ছাতনা ব্লকের লোহাগড় মোড়ে ওই মণ্ডলের বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখান। পাশাপাশি প্রায় ১৩০ জন পদাধিকারী পদত্যাগের কথা জানান। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বদল, নতুন জেলা কমিটি ঘোষণা নিয়ে দলের অন্দরে ক্ষোভ বাড়ছিল বলেই অভিযোগ ওঠে।

রবিবার লোহাগড় মোড়ে ছাতনা-১ মণ্ডলের সভাপতি জীবন মণ্ডল-সহ ওই মণ্ডলে বিজেপির একটা বড় অংশ, মণ্ডলের একাধিক মোর্চা নেতৃত্ব, শক্তি প্রমুখ ও বুথ সভাপতি একসঙ্গে দলের সমস্ত পদ থেকে সরে যান। এরপরই রাস্তায় নেমে প্রতিবাদে সরব হন সাংসদ-বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ, সাংসদ নিজের পছন্দমতো লোক দিয়ে জেলায় কমিটি তৈরি করেছেন। এমনকী শাসকদলের একাংশের সঙ্গে সাংসদের বোঝাপড়া রয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। যদিও এই পদত্যাগ প্রসঙ্গে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডলের দাবি, দলবিরোধী কাজের জন্য ছাতনা-১ মণ্ডল সভাপতিকে একাধিকবার শোকজ করা হয়েছে। এখন কী কারণে এবং কাদের সঙ্গে নিয়ে তিনি ইস্তফা দেওয়ার কথা বলছেন তা খতিয়ে দেখা হবে।

ছাতনা-১ ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি জীবন মণ্ডলের কথায়, “গোটা দলটাকে এরা শেষ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সাংসদ পছন্দমতো লোককে জেলা কমিটির দায়িত্ব দিয়েছেন। উনি প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে ব্যাহত করার চেষ্টা করছেন। আমর এর প্রতিবাদ করছি। বিক্ষোভ দেখিয়েছি। একইসঙ্গে ছাতনা-১ মণ্ডলের বিভিন্ন পদাধিকারী, মোর্চা সভাপতি সকলে আমরা প্রতিবাদে পদত্যাগ করলাম। পদ্মে থাকব, কিন্তু এইসব নেতাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। ১৩০ জন মতো এখন পদত্যাগ করলাম। ফোনে কথা বলেছি। প্রত্যেকেই পদত্যাগ করবে। মণ্ডল কমিটির একটি সদস্যও ওনাদের নেতৃত্বে কমিটিতে থাকবেন না বলে দিয়েছেন।”

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডলের কথায়, “ছাতনা-১ মণ্ডলের সভাপতিকে আগে দলবিরোধী কাজের জন্য শো কজ করা হয়েছে। কিছুদিন আগেও ফেসবুক পোস্টের জন্য শো কজ করা হয়েছে। ওনার এ ধরনের মন্তব্যে আমাদের মনে হয় না মান্যতা রয়েছে। দলবিরোধী কাজ করলে তা দল কোনওদিনই মানবেন না। কোনও কোন্দলই আমাদের দলে নেই।” এ প্রসঙ্গে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, “এটা বিজেপির নিজস্ব ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।”

 আরও পড়ুন: Dharmatala Bus Accident: মিনিবাস দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা

Next Article