Bankura BJP worker Mysterious Death: বাঁকুড়ায় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু, ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে এক মহিলা-সহ ৩

Bankura: গলায় দড়ি, হাত দুটো বাঁধা অবস্থায় বুধবার সকালে বাঁকুড়ার দীপু নামে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারেন, ওই বিজেপি কর্মীর একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল

Bankura BJP worker Mysterious Death: বাঁকুড়ায় বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু, ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে এক মহিলা-সহ ৩
গ্রেফতার এক মহিলা-সহ ৩Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 5:00 PM

বাঁকুড়া: বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার তিন।  তিন জনের বিরুদ্ধেই খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নিধিরামপুর গ্রামে বিজেপি কর্মী শুভদীপ মিশ্র ওরফে দীপু মিশ্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এক মহিলা-সহ মোট ৩ জনকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করল পুলিশ। ধৃতদের নাম  দেবব্রত মিশ্র, অন্তু মিশ্র ও সোনালি মিশ্র।  তিন জনকে  বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন, ১২০ বি ধারায় সমবেত অপরাধ এবং ২০১ ও ৫০৬ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

বুধবার সকালে গ্রামের প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাড়ির অদূরে একটি গাছের ডালে শুভদীপ মিশ্র ওরফে দীপু মিশ্রর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। শুভদীপ মিশ্রকে খুনের অভিযোগ তুলে বুধবার থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা।

গলায় দড়ি, হাত দুটো বাঁধা অবস্থায় বুধবার সকালে বাঁকুড়ার দীপু নামে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারেন, ওই বিজেপি কর্মীর একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই আত্মহত্যা। কিন্তু পরিবারের সদস্য ও গ্রামবাসীরা অভিযোগ করতে থাকেন, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই বিজেপি কর্মীকে। কারণ কেউ আত্মহত্যা করলে, তাঁর হাত কোনওভাবেই পিছন থেকে বাঁধা থাকবে না।

ঘটনার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দাবি করেছেন, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তা বরদাস্ত করতে না পেরেই এভাবে খুন করেছে তৃণমূল নেতা। বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।