Bankura: অশ্বত্থ গাছের মগডালে মহিলা, দীর্ঘক্ষণের চেষ্টায় নামানো হল তাঁকে

Bankura: শুক্রবার রাত ৮ টা নাগাদ গঙ্গাজলঘাটি বাজার এলাকায় একটি অশ্বত্থ গাছের মগডালে হঠাৎ এক আদিবাসী মহিলা উঠে পড়েন। অনেক অনুরোধেও তাঁকে গাছ থেকে নামানো যায়নি। এর পর খবর দেওয়া হয় গঙ্গাজলঘাটি থানায় এবং দমকলে।

Bankura: অশ্বত্থ গাছের মগডালে মহিলা, দীর্ঘক্ষণের চেষ্টায় নামানো হল তাঁকে
অশ্বত্থ গাছের মড ডালে মহিলা!Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 10:41 AM

বাঁকুড়া:  আচমকাই গাছের মগডালে উঠে পড়েছেন মাঝবয়সী এক মহিলা। আর তা নিয়ে বাঁধল রীতিমতো তুলকালামকাণ্ড। স্থানীয় বাসিন্দাদের কাকুতি মিনতি কাজে আসে না। অবশেষে দমকলের দ্বারস্থ হয় স্থানীয় বাসিন্দারা। গাছের মগডালে উঠে পড়া সেই মহিলাকে নামাতে কালঘাম ছুটল দমকল কর্মীদের। শুক্রবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি বাজার এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮ টা নাগাদ গঙ্গাজলঘাটি বাজার এলাকায় একটি অশ্বত্থ গাছের মগডালে হঠাৎ এক আদিবাসী মহিলা উঠে পড়েন। অনেক অনুরোধেও তাঁকে গাছ থেকে নামানো যায়নি। এর পর খবর দেওয়া হয় গঙ্গাজলঘাটি থানায় এবং দমকলে। দমকল ও পুলিশ গিয়ে উপস্থিত হলেও কোনও কথাই কর্ণপাত করছিলেন না ওই মহিলা।

এর পর প্রায় ২ ঘণ্টা পর দমকল ওই মহিলাকে গাছ থেকে নামিয়ে আনতে সমর্থ হয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। পারিবারিক কলহের কারণেই হয়তো এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। তবে শেষমেশ মহিলাকে উদ্ধার করতে পারায় খুশি স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “মহিলা মানসিক অবস্থা ঠিক নয়। এর আগেও ভুলভাল কিছু করেছিলেন। কাজে যাচ্ছিলাম, তখন দেখি অনেকেই গাছের দিকে তাকিয়ে রয়েছেন। প্রথমে বিষয়টা বুঝতেই পারিনি। তারপর আমিও তাকিয়ে দেখি, সে কী ওই মহিলাই গাছের মাথায় উঠে বসে রয়েছেন।”