Bankura: লাঠি হাতে মহিলারা, ৩০ সেকেন্ডের মধ্যে বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিলেন
Bankura: বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, কোতুলপুর লক্ষ্মী আয়ের পাড়ে সরকারি জায়গার উপর অবৈধভাবে বহিরাগত কেউ রাতারাতি একটি নির্মাণ তৈরি করে। তাঁদের দাবি স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি অর্থের বিনিময়ে এই কাজ করিয়েছেন। তাই তাঁরা দলগতভাবে একত্রিত হয়ে এই নির্মাণটি ভেঙে সাফ করে দেন।
বাঁকুড়া: হাতে লাঠি। হেঁটে যাচ্ছেন শতাধিক মহিলা। কার্যত ‘চণ্ডী’ মূর্তি ধারণ করে এগিয়ে চলেছেন। আর তারপরই বাঁশ দিয়ে বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিলেন তারা। বাঁকুড়ার কোতুলপুরে লক্ষী আইয়ের পাড়ের ঘটনা।জানা গিয়েছে, সেখানে প্রায় একশোর বেশি মহিলা হাতে লাঠি সোঁটা নিয়ে সরকারি জায়গাতে কাঠ ও টিন দিয়ে তৈরি হওয়া নির্মাণ ৩০ মিনিটের মধ্যে ভেঙে গুঁড়িয়ে ফেলেন।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, কোতুলপুর লক্ষ্মী আয়ের পাড়ে সরকারি জায়গার উপর অবৈধভাবে বহিরাগত কেউ রাতারাতি একটি নির্মাণ তৈরি করে। তাঁদের দাবি স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি অর্থের বিনিময়ে এই কাজ করিয়েছেন। তাই তাঁরা দলগতভাবে একত্রিত হয়ে এই নির্মাণটি ভেঙে সাফ করে দেন।
বিজেপি নেতা কেশবি নাগা বলেন,”শাসক দল তৃণমূল অর্থের বিনিময়ে সরকারি জায়গা বিক্রি করে দিচ্ছে।” অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি নবকুমার ব্রজবাসী বলেন,”আমি এই বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।” অপরদিকে, কোতুলপুর পঞ্চায়েতের উপপ্রধান কহিনুর খাতুন মিদ্যা বলেন, “সরকারি জায়গার ওপর একটা বাড়ি তৈরি হচ্ছিল। বিডিও অফিস থেকে নোটিশ পাওয়ার পর। আমরা পঞ্চায়েত থেকে নোটিশ দিয়ে ওই কাজ বন্ধ করি। এরপর কী ঘটনা ঘটেছে আমাদের কিছু জানা নেই।”