Bankura: বাদামবীজ! পঞ্চায়েত অফিসে নতুন দুর্নীতির পর্দাফাঁস? ভিডিয়ো প্রকাশ্যে আনলেন শুভেন্দু

Bankura: মঙ্গলবার শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। তিনি দাবি করেন, আত্মা প্রকল্পে এলাকার গরিব কৃষকদের দেওয়ার জন্য বাঁকুড়ার রাইপুর ব্লকের মেলাড়া গ্রাম পঞ্চায়েতকে বাদাম বীজ সরবরাহ করেছিল সরকার। তাঁর অভিযোগ, "তৃণমূল পরিচালিত মেলাড়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সেই বাদামবীজ চুরি করছে তৃনমূলের চোরেরা।"

Bankura: বাদামবীজ! পঞ্চায়েত অফিসে নতুন দুর্নীতির পর্দাফাঁস? ভিডিয়ো প্রকাশ্যে আনলেন শুভেন্দু
বাদাম বীজ নিয়ে দুর্নীতির অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2024 | 12:56 PM

বাঁকুড়া: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে বাদামবীজ। যে বাদামবীজ এলাকার গরিব চাষিদের দেওয়ার কথা, তা কীভাবে পাচার হয়ে যাচ্ছে, সে প্রশ্ন তুলে একটি ভিডিয়ো নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করলেন রাজ্য বিধানসভার  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিয়োকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।মেলেড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

মঙ্গলবার শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। তিনি দাবি করেন, আত্মা প্রকল্পে এলাকার গরিব কৃষকদের দেওয়ার জন্য বাঁকুড়ার রাইপুর ব্লকের মেলাড়া গ্রাম পঞ্চায়েতকে বাদাম বীজ সরবরাহ করেছিল সরকার। তাঁর অভিযোগ, “তৃণমূল পরিচালিত মেলাড়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সেই বাদামবীজ চুরি করছে তৃনমূলের চোরেরা।” ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেলেড়া গ্রাম পঞ্চায়েতের সামনে একটি ছোট ট্রাকে কিছু বস্তা ওঠানো হচ্ছে। সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী এই পোস্ট করতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, চাষিদের বিতরণের জন্য সরকারি প্রকল্পে বরাদ্দ বীজ পাচারের চেষ্টা চলছিল। শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তা পোস্ট করায় সেই চুরি আটকে যায়। বাদাম বীজ চুরি ও পাচারের অভিযোগ উড়িয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকেই একহাত নিয়েছেন মেলাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর দাবি, কৃষকদের দেওয়ার জন্য যে বাদামবীজ গ্রাম পঞ্চায়েতে এসেছে তা শীঘ্রই উপযুক্ত চাষীদের মধ্যে বিতরণ করা হবে।

বাঁকুড়ার নব নির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, “বাদামবীজগুলি চাষিদের মধ্যে বিতরণের জন্য পঞ্চায়েত অফিস থেকে পার্শ্ববর্তী একটি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ছবি পোস্ট করেই এখন রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে।”