Bankura: ছাড় পাচ্ছেন না মহিলা বিচারকও! গালিগালাজ-নোংরা ইঙ্গিত করে গ্রেফতার
Bankura: বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা আদালত সূত্রে খবর, মঙ্গলবার রাত্রি ৯ টা ৩৫ মিনিট নাগাদ গাড়িতে করে নিজের আবাসনে ফিরছিলেন বিষ্ণুপুর মহকুমা আদালতে কর্মরত এক মহিলা বিচারক। নিজের আবাসনের সামনে পৌঁছতেই দুই যুবক ওই বিচারকের গাড়ি আটকায় বলে অভিযোগ।

বাঁকুড়া: আদালতের মহিলা বিচারকের গাড়ি আটকে তাঁর উদ্দেশ্যে গালিগালাজ ও কুৎসিত অঙ্গভঙ্গির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুরে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন বিচারকের নিরাপত্তারক্ষী। পুলিশ গ্রেফতার করেছে তাকে। অভিযুক্তর পক্ষ নিয়ে আদালতে মামলা না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণুপুর মহকুমা আদালতের আইনজীবীরা।
বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা আদালত সূত্রে খবর, মঙ্গলবার রাত্রি ৯ টা ৩৫ মিনিট নাগাদ গাড়িতে করে নিজের আবাসনে ফিরছিলেন বিষ্ণুপুর মহকুমা আদালতে কর্মরত এক মহিলা বিচারক। নিজের আবাসনের সামনে পৌঁছতেই দুই যুবক ওই বিচারকের গাড়ি আটকায় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, বিচারকের দাবি এরপর ওই মহিলা বিচারককে উদ্দেশ্য করে অভিযুক্ত দুই যুবক গালিগালাজ করতে শুরু করে। তাঁকে লক্ষ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করে বলেও অভিযোগ।
ঘটনার পরেই বিচারকের গাড়ি থেকে নেমে আসেন নিরাপত্তারক্ষী। এই সময় অভিযুক্ত দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক যুবককে ধরে বিষ্ণুপুর থানার হাতে তুলে দেন ওই নিরাপত্তারক্ষী। আজ ধৃতকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্ত অপর একজন যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক, বিষ্ণুপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন মনোদীপ্ত চৌধুরী বলেন, “জুডিশিয়াল অফিসার যখন আসছিলেন সেই সময় ম্যাডামের গাড়ি আটকে নোংরা গালিগালাজ করেন। অশ্লীল ইঙ্গিত করে। এরপর নিরাপত্তারক্ষীরাও একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।”
