AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura University: ৩০০ টাকার অধ্যাপকের নিয়োগ শুরু বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে, মূল গেটে তুমুল বিক্ষোভ

Bankura University: উল্লেখ্য, গত ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগে অস্থায়ী ভাবে চারজন স্পেশাল অধ্যাপক নিয়োগ করতে চায়। ওই পদের জন্য যোগ্যতামান চাওয়া হয় ফিজিক্সে স্নাতকোত্তর। সঙ্গে চাকরীপ্রার্থীকে অবশ্যই নেট কোয়ালিফায়েড হতে হবে অথবা তাঁর পিএইচডি থাকতে হবে।

Bankura University: ৩০০ টাকার অধ্যাপকের নিয়োগ শুরু বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে, মূল গেটে তুমুল বিক্ষোভ
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 1:56 PM
Share

বাঁকুড়া: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে (Bankura University) ৩০০ টাকার অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ শুরু। আর ইন্টারভিউ শুরু হতেই বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি-র) বিক্ষোভ। অস্থায়ী ওই অধ্যাপক নিয়োগের বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তাঁরা।

উল্লেখ্য, গত ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগে অস্থায়ী ভাবে চারজন স্পেশাল অধ্যাপক নিয়োগ করতে চায়। ওই পদের জন্য যোগ্যতামান চাওয়া হয় ফিজিক্সে স্নাতকোত্তর। সঙ্গে চাকরীপ্রার্থীকে অবশ্যই নেট কোয়ালিফায়েড হতে হবে অথবা তাঁর পিএইচডি থাকতে হবে। সপ্তাহে ওই স্পেশাল লেকচারারকে সর্বাধিক চারটি ক্লাস দেওয়া হবে। তার মূল্যে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে ক্লাস পিছু দেওয়া হবে ৩০০ টাকা।

অথচ ইউজিসি-র নিয়ম অনুযায়ী একজন অস্থায়ী অধ্যাপককে যেখানে ক্লাস পিছু কমপক্ষে দেড় হাজার টাকা পারিশ্রমিক দিতে হবে। সেখানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এমন বিজ্ঞপ্তিতে সমালোচনার ঝড় বয়ে যায় রাজ্যজুড়ে। সমালোচনার মুখে পড়েও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়।

পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ইন্টারভিউ প্রক্রিয়া। সূত্রের খবর এদিনের ইন্টারভিউয়ে খুব কম সংখ্যক চাকরী প্রার্থী অংশ নিয়েছে। যদিও এব্যাপারে মুখ খোলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে যখন ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তখন ওই নিয়োগ বন্ধ ও পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন এবিভিপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি বিজ্ঞপ্তি বাতিল না করা পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন।

এই বিষয়ে এবিভিপি-র বাঁকুড়া জেলা সভাপতি সুমন পাত্র বলেন, “এর আগে সিভিক পুলিশ দিয়ে প্রাইমারিতে পড়ানোর কথা বলা হয়েছে, এখন ৩০০ টাকার বিনিময়ে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এই সব শিক্ষক সমাজের অপমান। শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।” পরীক্ষা দিতে আসা এক চাকরি প্রার্থী বলেন, “দশ-এগারো জন এসেছে। এখন কোনও চাকরি পাচ্ছি না। চারদিকে যা পরিস্থিতি তাতে এখন যা পাচ্ছি তাই চলুক।”