Bankura: আত্মীয়র বিয়েতে যাওয়াই কাল হল যুবকের! ভয়ঙ্কর খবর এল বাড়িতে, উঠল কান্নার রোল

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 21, 2022 | 8:37 PM

Unnatural Death: জানা গিয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা ওই যুবকের এক আত্মীয়ের বিয়ে ছিল। সেই উপলক্ষেই ফুলবেড়িয়া যায় সে।

Bankura: আত্মীয়র বিয়েতে যাওয়াই কাল হল যুবকের! ভয়ঙ্কর খবর এল বাড়িতে, উঠল কান্নার রোল
এমন ঘটনায় হতবাক আত্মীয়রা। নিজস্ব চিত্র।

Follow Us

বাঁকুড়া: আত্মীয়র বিয়েতে গিয়েছিল। সেখানেই নদীতে স্নান করতে নামে যুবক। আচমকাই জলের তোড়ে তলিয়ে যায় সে। এরপর উদ্ধার হয় নিথর দেহ। বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার ফুলবেড়িয়া গ্রামের এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। নিহত ওই যুবকের নাম জিৎ দাস। মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা ওই যুবকের এক আত্মীয়ের বিয়ে ছিল। সেই উপলক্ষেই ফুলবেড়িয়া যায় সে। বাড়ির অন্যান্য সদস্যরাও গিয়েছিল সঙ্গে।

যে গ্রামে বিয়েবাড়ি, তার পাশ দিয়েই বয়ে গিয়েছে শালী নদী। সোমবার সেখানেই স্নান করতে গিয়েছিল জিৎ দাস। হঠাৎই জলের তোড়ে খাবি খেতে থাকে সে। সে সময় নদীতে যারা স্নান করছিল, তারা দেখেই উদ্ধারে এগিয়ে যায়। কোনওমতে অতল জল থেকে টেনে তোলা হয় জিৎকে। সঙ্গে সঙ্গে স্থানীয় বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়াও হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিয়েবাড়িতে এমন অঘটন, কেঁদে ভাসাচ্ছেন আত্মীয়রা। আনন্দের হাটে কান্নার রোল উঠেছে এদিন দুপুর থেকে।

এক প্রত্যক্ষদর্শী জানান, “আমি এখানেই মেশিনের কাজ করছিলাম। কয়েকজন মেয়ে এসে আমাকে ডাকে। ওরা বলছে একটা ছেলে ডুবে গেল। আমি শুনেই ছুটে এসে জলে ঝাঁপ দিই। ওরা যেখানে দেখাল সেখানেই ডুব দিই কিন্তু কোথাও কিছু পাইনি। আসলে নদীতে এত জল তো! আমি ওই জায়গাতেই অন্তত ১০ মিনিট খুঁজেছি। এরপর চিৎকার চেঁচামেচি শুনে আরও লোকজন এল। সকলে মিলে চেষ্টা করল। হঠাৎই আমার পায়েই মনে হল কিছু একটা লাগল। তারপর আরও একটি ছেলে ডুব গিয়ে ওকে তুলল। ততক্ষণে মারা গিয়েছে। মনে হয় জলে নামতেই তলিয়ে গিয়েছে।”

আরও পড়ুন: Excise Department: ঘর থেকে তুলে নিয়ে গেল ছেলেটাকে! পুলিশ ফোন করে বলছে ‘মরে গেছে’

আরও পড়ুন: Keshpur: মাস্টারমশাই বিয়ে করেছেন, স্কুলে খাওয়ানো হল মদ মাংস… ক্ষোভে ফুঁসছে গ্রাম

আরও পড়ুন: Independent Candidate: ‘কেন বহিষ্কার হলাম? আমায় তো তৃণমূল মানেইনি কোনওদিন’ অভিমানের সুর নির্দল প্রার্থীর গলায়

Next Article