AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: দাপিয়ে বেড়াচ্ছে ৫২ টা হাতির দল, শীতের শুরুতেই ফসলে ক্ষতির আশঙ্কা

Bankura: বাঁকুড়া জেলায় এখনও সর্বত্র আমন ধান কাটার কাজ শেষ হয়নি। বিস্তীর্ণ এলাকায় কাটা ধান জমিতেই গাদা করে রেখে জমিতে আলু চাষে ব্যস্ত চাষিরা। এমন সময় গতকাল পশ্চিম মেদিনীপুরের সীমানা ডিঙিয়ে বিষ্ণুপুরের জঙ্গল হয়ে হাতির দলটি সটান হাজির হয় জয়পুরের আধকাটার জঙ্গলে।

Bankura: দাপিয়ে বেড়াচ্ছে ৫২ টা হাতির দল, শীতের শুরুতেই ফসলে ক্ষতির আশঙ্কা
বাঁকুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে ৫২ টা হাতির দলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 10:56 AM
Share

বাঁকুড়া:  মাত্র দেড় মাস আগে বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে গিয়েছিল হাতির দল। কিন্তু দেড় মাস যেতে না যেতেই আমনের শেষ ও রবির ভরা মরসুমে ফের বাঁকুড়ায় হাজির হল ৫২ টি হাতির একটি দল। আর সেই খবর ছড়িয়ে পড়তেই মাথায় হাত পড়েছে জেলার চাষিদের। দুর্ঘটনা এড়াতে জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে বন দফতর। চলছে মাইক প্রচার।

বাঁকুড়া জেলায় এখনও সর্বত্র আমন ধান কাটার কাজ শেষ হয়নি। বিস্তীর্ণ এলাকায় কাটা ধান জমিতেই গাদা করে রেখে জমিতে আলু চাষে ব্যস্ত চাষিরা। এমন সময় গতকাল পশ্চিম মেদিনীপুরের সীমানা ডিঙিয়ে বিষ্ণুপুরের জঙ্গল হয়ে হাতির দলটি সটান হাজির হয় জয়পুরের আধকাটার জঙ্গলে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, দলটিতে ৮ টি শাবক রয়েছে। হাতির দলটির অভিমুখ যেদিকে তাতে মাচানতলার জঙ্গল হয়ে দারকেশ্বর নদের দিকে যাওয়ার আশঙ্কা করছে বন দফতর। বন দফতরের তরফে ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। দলটির গতিবিধির উপর ২৪ ঘণ্টা নজরদারির জন্য বন কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ও সন্ধ্যার সময় স্থানীয়দের জঙ্গল পথ এড়িয়ে যাতায়াত করার পরামর্শ দিতে মাইক প্রচার চালানো হচ্ছে জঙ্গল লাগোয়া লোকালয়গুলিতে।