BJP MLA: গাড়ি থামিয়ে অকথ্য গালিগালাজ, ‘হেনস্থার সময় পুলিশকে ফোনে পাইনি’, বলছেন বিজেপি বিধায়ক

BJP MLA in Bankura: এদিন বিকালে বাঁকুড়ার সোনামুখী বিধানসভার মহেশপুরে বিক্ষোভের মুখে পড়েন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিধায়কের গাড়ি আটকে গো ব্যক স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সন্ধ্যায় আক্রান্ত হলেন বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ন মুখোপাধ্যায়।

BJP MLA: গাড়ি থামিয়ে অকথ্য গালিগালাজ, ‘হেনস্থার সময় পুলিশকে ফোনে পাইনি’, বলছেন বিজেপি বিধায়ক
অভিযোগের তীর তৃণমূলের দিকে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 26, 2026 | 11:07 PM

সোনামুখী: সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামির পর একইদিনে হেনস্থার শিকার হলেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। ইন্দপুর থানার বগা এলাকায় দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে ডাঙ্গা বারোবিন্দার কাছে তাঁর গাড়ি আটকে ব্যাপক গালিগালাজ করা হয় বলে অভিযোগ। বিধায়কের গাড়ি ধরে টানাটানিও করা হয় বলে দাবি বিধায়কের। এ ক্ষেত্রেও ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। 

এদিন বিকালে বাঁকুড়ার সোনামুখী বিধানসভার মহেশপুরে বিক্ষোভের মুখে পড়েন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিধায়কের গাড়ি আটকে গো ব্যক স্লোগান দেওয়ার পাশাপাশি তাঁর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সন্ধ্যায় আক্রান্ত হলেন বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ন মুখোপাধ্যায়। তা নিয়েই জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। এদিন ইন্দপুরে বগা এলাকায় দলীয় পরিবর্তন সভা করে নিজের গাড়িতে বাঁকুড়ার দিকে ফিরছিলেন বিধায়ক সত্যনারায়ণ। অভিযোগ, বারোবিন্দা এলাকায় তাঁর গাড়ি ঘিরে ধরে আটকায় স্থানীয় বেশ কিছু যুবক। গত ৫ বছরে বিধায়ক এলাকার জন্য কী করেছেন জানতে চান। এ নিয়ে বিধায়কের সঙ্গে কার্যত তর্কাতর্কি শুরু হয়ে যায়। 

অভিযোগ ওই সময় ওই যুবকেরা বিধায়ককে লক্ষ্য করে গালিগালাজ করতে শুরু করে বলে অভিযোগ। বিধায়কের গাড়ি ধরে টানাহ্যাঁচড়া করা হয় বলেও অভিযোগ। বিধায়কের দাবি, হামলাকারীরা সকলেই তৃণমূলের। বিধায়কের অভিযোগ হেনস্থা চলাকালীন বারবার ফোন করে পুলিশকে জানানোর চেষ্টা করলেও পুলিশ-প্রশাসনের আধিকারিকরা ফোন ধরেননি। 

এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ইন্দপুর বাসস্ট্যান্ডে বেশ কিছুক্ষণ খাতড়া বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আক্রান্ত বিধায়ক ও তাঁর অনুগামীরা। তৃনমূলের ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান এ ঘটনায় তাদের দলের যোগের কথা মানতে নারাজ। উল্টে তাঁর দাবি, গ্রামের মানুষের জন্য বিধায়ক কোনও কাজ করেননি। কিন্তু তিনিই উগ্র কথা বলায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে।