SIR in Election: ফর্ম ৭ জমা দিতে সোমবারের ‘ডেডলাইন’ বিজেপির, এবার কোমর বেঁধে মাঠে নামলেন দলীয় বিধায়করা

BJP MLA: এসআইআর-এর আপত্তি ফর্ম জমা করা নিয়ে বারংবার উত্তপ্ত হয়েছে বাঁকুড়া। সম্প্রতি বাঁকুড়ার খাতড়ায় মহকুমা শাসকের দফতরে ওই ফর্ম জমা করতে গেলে বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাতেই জোরদার চাপানউতোর শুরু হয়ে গিয়েছিল তালডাংরা বিধানসভা এলাকায়। যদিও পরবর্তীতে পুলিশ ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে।

SIR in Election: ফর্ম ৭ জমা দিতে সোমবারের ডেডলাইন বিজেপির, এবার কোমর বেঁধে মাঠে নামলেন দলীয় বিধায়করা
কী বলছেন বিধায়করা? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 17, 2026 | 3:27 PM

বাঁকুড়া: SIR-এর ৭ নম্বর আপত্তি ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। কিন্তু, একদিকে শাসকদলের সন্ত্রাসের অভিযোগ, আর অন্যদিকে প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সরগরম রাজনৈতিক মহল। এরইমধ্যে বর্ধিত সময়েও আদৌ সমস্ত ৭ নম্বর ফর্ম জমা করা যাবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাঁকুড়া জেলা প্রশাসনের দ্বারস্থ হল বিজেপির বিধায়ক দল। এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করলেন তাঁরা। শেষ পর্যন্ত কিছুটা আশ্বাস মেলার পরেই জেলা শাসকের দফতর ছাড়তে দেখা যায় তাঁদের। 

এসআইআর-এর আপত্তি ফর্ম জমা করা নিয়ে বারংবার উত্তপ্ত হয়েছে বাঁকুড়া। সম্প্রতি বাঁকুড়ার খাতড়ায় মহকুমা শাসকের দফতরে ওই ফর্ম জমা করতে গেলে বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাতেই জোরদার চাপানউতোর শুরু হয়ে গিয়েছিল তালডাংরা বিধানসভা এলাকায়। যদিও পরবর্তীতে পুলিশ ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। ছাতনা বিডিও অফিসে ৭ নম্বর ফর্ম জমা করতে গিয়ে ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ গোস্বামীকেও হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মারধরও করা হয় বিজেপি কর্মীদের। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ৭ নম্বর ফর্ম জমা করার সময়সীমা আরও ৪ দিন বাড়িয়ে দিয়েছে। 

বর্ধিত ৪ দিনের মধ্যে আবার শনি ও রবি এই দু’দিন ছুটি থাকায় ফর্ম জমা করার সুযোগ নেই। সে ক্ষেত্রে সোমবারই ৭ নম্বর ফর্ম জমা করার শেষ দিন। তা সবটা নিয়েই উদ্বেগ প্রকাশ করে এদিন বাঁকুড়ার জেলা শাসকের দফতরে হাজির হন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা। সঙ্গে ছিলেন  শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি ও ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। জেলা শাসকের দেখা না পেয়ে অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করে এ ব্যাপারে দীর্ঘ আলোচনা করেন বিধায়কেরা। পরে অতিরিক্ত জেলা শাসকের কাছে আশ্বাস পেয়ে জেলাশাসকের দফতর থেকে বেরিয়ে আসেন তাঁরা। তবে সোমবারের মধ্যে সব সাত নম্বর ফর্ম জমা করতে না পারলে আগামীদিনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।