Soumitra attacks Abhishek: ‘২ মিনিটে দিল্লি থেকে উৎখাত করতে পারি’, অভিষেককে হুঙ্কার সৌমিত্রের
ডায়মন্ড হারবারের সাংসদের রাজনৈতিক পরিপক্কতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন বছর খানেকর আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বাঁকুড়ার এই নেতা।
বিষ্ণুপুর: নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা হুমকি দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় নেতৃত্ব অনুমতি দিলে ২ মিনিটের মধ্যে অভিষেককে দিল্লি থেকে উৎখাত করতে পারেন বলে জানালেন তিনি। যদিও এই সব কাজ করতে তাঁরা চান না বলেও সাফাই দিয়েছেন। কিন্তু তাঁর এই বক্তব্য নিয়ে ছড়িয়েছে রাজনৈতিক চাপানউতোর। দিল্লি থেকে অভিষেককে উৎখাতের পাশাপাশি তাঁকে ব্যক্তি আক্রমণও করেছেন গেরুয়াশিবিরের এই সাংসদ। ডায়মন্ড হারবারের সাংসদের রাজনৈতিক পরিপক্কতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন বছর খানেকর আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বাঁকুড়ার এই নেতা। যদিও তাঁর বক্তব্যকে নিয়ে মাথা ঘামাতে রাজি নন তৃণমূল নেতৃত্ব। প্রচারে আসার জন্যই সৌমিত্র এই সমস্ত কথা বলছেন বলে জানিয়েছে রাজ্যের শাসকশিবির।
রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের যদুভট্ট মঞ্চে কিসান মোর্চার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৌমিত্র খাঁ। সেই অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র বলেছেন, “অভিষেকের পরিপক্কতা একটু কম আছে। নেতা হওয়ার চেষ্টা করছেন। আমি মনে করি, অভিষেকবাবুর মাঝে মধ্যে বুদ্ধি ভ্রম হচ্ছে। যে ভাবে গত পঞ্চায়েতে বুথ দখল করেছেন সে ভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করে দেখাতে চাইছেন সবার বাড়ি ঘেরাও করতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়ি ঘেরাও করব? চাইলে ২ মিনিটে অভিষেককে দিল্লি থেকে উচ্ছেদ করতে পারি। কিন্তু আমরা তা চাই না। আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের ভোটাধিকার প্রয়োগকে সম্মান করি।” নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘিরে পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকার সমালোচনাও শোনা গিয়েছে সৌমিত্রের গলায়। পুলিশকে এক হাত নিয়ে তিনি বলেছেন, “পুলিশ এখন বার-মা মরা বেটা। তারা এখন নাবালকের মতো কাজ করছে।”
সৌমিত্রের হুঁশিয়ারি নিয়ে মাথা ঘামাতে রাজি নয় তৃণমূল। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেছেন, “সৌমিত্র পাগল। প্রচারে আসার জন্য এমন কথা বলছে। সৌমিত্রর দু মিনিট সময় লাগলে আমাদের ছেলেরা তিরিশ সেকেন্ডের মধ্যে দিল্লি পৌঁছে যাবে।”