TET Exam: তিন বছর কাটলেও এখনও মেলেনি নিয়োগপত্র, রাস্তায় ২০২২ সালের টেট উত্তীর্ণরা
TET Exam: ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি রাজ্য সরকারে পালাবদলের পর কেবলমাত্র ২০২২ সালের টেট পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত কোনোরকম দুর্নীতির অভিযোগ ওঠেনি। এই টেট পরীক্ষা নিয়ে কোনও মামলাও হয়নি।

বাঁকুড়া: তিন বছর কেটে গেলেও এখনও মেলেনি নিয়োগপত্র। তাতেই ক্ষোভে ফুঁসছেন ২০২২ সালের টেট উর্ত্তীর্ণরা। ২০২২ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল দেড় লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী। এই পরিস্থিতিতে অবিলম্বে নিয়োগের দাবিতে এবার আন্দোলনে নামলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। এদিন বাঁকুড়ার আইজি মোড়ে পথ অবরোধের পাশাপাশি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা।
রাজ্য সরকারে পালাবদলের পর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য মোট চারবার টেট পরীক্ষা হয়েছে। ২০১২, ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়া হলেও ২০২২ সালের টেট উত্তীর্ণরা তিন বছর পার হতে চললেও আজও নিয়োগপত্র হাতে পাননি।
২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি রাজ্য সরকারে পালাবদলের পর কেবলমাত্র ২০২২ সালের টেট পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত কোনোরকম দুর্নীতির অভিযোগ ওঠেনি। এই টেট পরীক্ষা নিয়ে কোনও মামলাও হয়নি। তারপরেও অকারণে ২০২২ সালে স্বচ্ছ ভাবে উত্তীর্ণ টেট পরীক্ষার্থীদের নিয়োগ আটকে রেখেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ। তাতেই বেড়েছে ক্ষোভ। অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন বাঁকুড়ায় পথে নেমে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগপত্র না দেওয়া হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন চাকরিপ্রার্থীরা।
