AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Professor: সপ্তাহ দু’য়েক আগে চলন্ত ট্রেনে শ্লীলতাহানির পরই বেপাত্তা! হাওড়া থেকে ধরা পড়ে গেল কলকাতার অধ্যাপক

Kolkata Professor: সোমবার হাওড়া থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে রেল পুলিশ। এদিন তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে রেল পুলিশ। ধৃত অধ্যাপকের বাড়ি কলকাতার বাগুইহাটি এলাকায় বলে জানা যাচ্ছে।

Kolkata Professor: সপ্তাহ দু’য়েক আগে চলন্ত ট্রেনে শ্লীলতাহানির পরই বেপাত্তা! হাওড়া থেকে ধরা পড়ে গেল কলকাতার অধ্যাপক
প্রতীকী ছবি Image Credit source: Social Media
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2025 | 5:25 PM

বিষ্ণুপুর: খবর সামনে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছিল শিক্ষামহলের অন্দরে। ট্রেনের কামরায় পুরুলিয়া মেডিক্যাল কলেজের এক অধ্যাপিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে। অভিযোগ পেতেই সোমবার হাওড়া থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে রেল পুলিশ। এদিন তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে রেল পুলিশ।  ধৃত অধ্যাপকের বাড়ি কলকাতার বাগুইহাটি এলাকায় বলে জানা যাচ্ছে। 

আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২৭ মে বাঁকুড়ার জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। অভিযোগকারী পুরুলিয়ারই একটি মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক হিসাবে কর্মরত। ২৬ মে রাতে পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে তিনি হাওড়া স্টেশন থেকে চক্রধরপুর এক্সপ্রেসের এসি কামরায় চড়েন। অভিযোগ ২৭ মে ভোরে ট্রেনটি বিষ্ণুপুর স্টেশনে পৌঁছানোর কিছু সময় আগে চলন্ত ট্রেনেই তাঁকে শ্লীলতাহানী করেন ওই কামরার সহযাত্রী। পরবর্তীতে জানা যায় তিনি  সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 

সকালে বাঁকুড়া স্টেশনে নেমেই তিনি ওই অধ্যাপকের নামে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু, ঘটনার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না অভিযুক্তের। অবশেষে মেলে সাফল্য। সোমবার তাঁকে হাওড়া থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৬৪ ও ৬২ নম্বর ধারায় মামলা রুজু করেছে রেল পুলিশ। এদিন তাঁকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁর ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।