Fire in Hospital: বাঁকুড়া মেডিকেলে শর্ট সার্কিট! প্রসূতি বিভাগে আগুন, আতঙ্কে ওয়ার্ড ছাড়লেন রোগীরা

Bankura Medical Fire: কেন বার বার হাসপাতালগুলিতে শর্ট সার্কিটের মতো ঘটনা ঘটছে? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

Fire in Hospital:  বাঁকুড়া মেডিকেলে শর্ট সার্কিট! প্রসূতি বিভাগে আগুন, আতঙ্কে ওয়ার্ড ছাড়লেন রোগীরা
বাঁকুড়া সম্মিলনীর প্রসূতি বিভাগে আগুন (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 11:21 PM

বাঁকুড়া : বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসুতি বিভাগে আগুন (Fire in Hospital)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি বিদ্যুতের বোর্ডে শর্ট সার্কিটের (Short Circuit) থেকেই আগুন লেগেছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ওয়ার্ডে। আগুন ওই বিদ্যুতের বোর্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও আতঙ্কে ওয়ার্ড ছাড়লেন বাধ্য হলেন রোগীরা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন (Fire Tender)। কিছুদিন আগেই বর্ধমান হাসপাতালে আগুন লাগার ঘটনায় এক রোগী প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার ভয়াবহতা এখনও টাটকা। আর এরই মধ্যে ফের হাসপাতালে আগুন। কেন বার বার হাসপাতালগুলিতে শর্ট সার্কিটের মতো ঘটনা ঘটছে? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত সাড়ে ন’টা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসুতি বিভাগে দোতলায় একটি সুইচ বোর্ডে আগুন লাগে। দমকলের কর্মীরা প্রাথমিকভাবে মনে করছেন শর্ট সার্কিটের কারণেই এই ঘটনা। আগুনে বিদ্যুতের বোর্ডটি আংশিক পুড়ে যায়। আর এতেই আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ওয়ার্ডে। প্রাণের ভয়ে সদ্যজাতদের নিয়ে হুড়োহুড়ি করে ওয়ার্ডের বাইরে বেরিয়ে আসেন ভর্তি থাকা সকলে। আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতালের তরফে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিনের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় থানার পুলিশকর্মীরা। যদিও পরবর্তী সময়ে ওই বিদ্যুতের বোর্ডে আগুন নিজে থেকেই নিভে যায়। পরবর্তী সময়ে আবার রোগীদের নিজেদের ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য এর আগেও একাধিকবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে শর্ট সার্কিটের ঘটনা ঘটেছে। রোগী ও রোগীর আত্মীয়দেরও অভিযোগ, প্রসুতি বিভাগের মতো অতি গুরুত্বপূর্ণ ওয়ার্ডে বারবার শর্ট সার্কিটের ঘটনা ঘটছে। এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ করা উচিৎ। কয়েক বছর আগেও এই একইরকমভাবে শর্ট সার্কিটের ঘটনা ঘটেছিল হাসপাতালে। কিন্তু কেন বার বার এই শর্ট সার্কিট? হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয় এখনও পর্যন্ত কিছু জানানো না হলেও, প্রাথমিক ভাবে জানা গিয়েছে মূলত পুরানো ওয়ারিংয়ের কারণেই এই ঘটনা। সম্প্রতি কিছু জায়গা পুরানো ওয়ারিং বদলে নতুন ওয়ারিং করা হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থাও করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পুরোটা বদলানো সম্ভব হয়নি। আর সেই কারণেই বার বার এই শর্ট সার্কিট বলে অনুমান করছেন অনেকে।

আরও পড়ুন : Fire breaks out in Kalyani Hospital: বর্ধমানের আতঙ্ক ফিরল কল্যাণীতে, জেএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন