AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP in Bankura: টাকা দিলেই মণ্ডল সভাপতি! এবার পদ্মের অস্বস্তি বাড়াচ্ছেন রানিবাঁধের বিজেপি নেতা

Ranibandh: কয়েকদিন আগে বিষ্ণুপুরের সাংগঠনিক জেলার পাত্রসায়র মণ্ডল সভাপতি নিয়ে প্রথম প্রকাশ্যে আসে বিজেপির এই দ্বন্দ্ব। আর এবার রানিবাঁধ উত্তর মণ্ডলেও একই অবস্থা।

BJP in Bankura: টাকা দিলেই মণ্ডল সভাপতি! এবার পদ্মের অস্বস্তি বাড়াচ্ছেন রানিবাঁধের বিজেপি নেতা
বাঁকুড়ায় বিজেপির অস্বস্তি
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 3:39 PM
Share

বাঁকুড়া : বঙ্গ বিজেপির (West Bengal BJP) পদ বণ্টনকে কেন্দ্র করে অস্বস্তি কিছুতেই কাটছে না। এবার টাকার বিনিময়ে মণ্ডল সভাপতির পদ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে। বাঁকুড়া সাংগঠনিক জেলার রানীবাঁধ উত্তরের মণ্ডল সভাপতি পদের দায়িত্ব দেওয়া নিয়ে এমনই  বিস্ফোরক অভিযোগ তুললেন দলেরই এক পঞ্চায়েত সদস্য। ঘটনাকে কেন্দ্র করে এবার জঙ্গলমহলেও বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কিছু দিন আগে বাঁকুড়া এবং বিষ্ণুপুর – এই দুটি সাংগঠনিক জেলায় বিজেপির নতুন মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা হয়েছে। সেই ঘোষণার পর দলের কর্মী ও নেতাদের একটি অংশ দলের কিছু নেতা ও বিধায়কদের বিরুদ্ধে প্রকাশ্য মুখ খুলছিলেন।

বিষ্ণুপুরের সাংগঠনিক জেলার পাত্রসায়র মণ্ডল সভাপতি নিয়ে প্রথম প্রকাশ্যে আসে বিজেপির এই দ্বন্দ্ব। তাতে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে দলের বিধায়ক, সাংসদ ও সভাপতির বিরুদ্ধে টাকার বিজেপির পদ পাইয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন পাত্রসায়রের ২ নম্বর মণ্ডলের সভাপতি তমাল কান্তি গুঁই। সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলায় রাজ্য বিজেপি সভাপতির কোপের মুখেও পড়েন তিনি। এবার বাঁকুড়া সাংগঠনিক জেলার রানীবাঁধেও বিজেপির এই দ্বন্দ্ব প্রকাশ্যে এল। রানীবাঁধ উত্তর মণ্ডলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তপন মাহাতোকে। এই দায়িত্ব দেওয়ার পরে রানীবাঁধ উত্তর মণ্ডলের অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা স্থানীয় বিজেপি নেতা গৌতম মাহাতো মুখ খুলেছেন।

তাঁর বক্তব্য, “তপন মাহাতোর নাম কেন ঘোষণা করা হল? জেলা সভাপতি মদ খেয়ে নাকি গাঁজা খেয়ে এগুলি ঠিক করছেন… নাকি টাকার বিনিময়ে এই সিদ্ধান্ত নিচ্ছেন… তা আমি বুঝে উঠতে পারছি না। জেলা সভাপতি যেমন প্যারাশুট থেকে নেমে জেলা সভাপতি হয়েছেন, মণ্ডল সভাপতিকেও তাই করতে চাইছেন। গত ৭ এপ্রিল, এই অফিসে বসে জেলা সম্পাদক বৈঠক করেছিলেন। তখন সবাই একত্রিত হয়ে আমার নাম জানায়, আমার নাম লিখে নিয়ে যাওয়া হয়। তারপর কেন এই সিদ্ধান্ত?”

তপন মাহাতোকে মণ্ডল সভাপতির পদ থেকে না সরানো হলে জঙ্গলমহলে বৃহত্তর আন্দোলন চলবে বলেও বিজেপির জেলা সভাপতিকে হুঁশিয়ারি দিয়েছে গৌতম মাহাতো। যদিও বিক্ষুব্ধদের দলে উপযুক্ত জায়গা দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। তবে এই দ্বন্দ্ব নিয়ে পদ্ম শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের শাসক দলের নেতারা। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা স্থানীয় তৃণমূল নেতা শিবাজি বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, “দলের কর্মীরা বুঝতে পেরেছে বিজেপি দল কীভাবে চলছে। এইভাবেই বিজেপি দলটা শেষ হয়ে যাবে।”

আরও পড়ুন : Dilip Ghosh: উত্তরপ্রদেশগামী তৃণমূল প্রতিনিধি দল, ঘাসফুল নেতাদের জন্য ‘টিপস’ দিলীপের

আরও পড়ুন : CBSE Syllabus: রবীন্দ্রনাথের দেশে এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক, সিবিএসই-র সিলেবাস থেকে ফৈজের কবিতা ছেঁটে ফেলায় ক্ষুব্ধ বাংলার শিক্ষাবিদেরা