AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sarada Mela: রামকৃষ্ণদেবের কামারপুকুরের রাস্তায় জয়রামবাটিও! প্রথমবার হতে চলেছে সারদা মেলা

Sarada Mela: ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সারদা দেবী। পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা সারদার সেই জন্মভিটেতে প্রতিষ্ঠিত হয় বিশাল মাতৃমন্দির। কামারপুকুরের আদলে এবার জয়রামবাটিতে সারদা দেবীর জন্মতিথিতে সারদা মেলার আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দারা। রীতি মেনে মাতৃমন্দিরে হবে আবির্ভাব তিথি পালনও।

Sarada Mela: রামকৃষ্ণদেবের কামারপুকুরের রাস্তায় জয়রামবাটিও! প্রথমবার হতে চলেছে সারদা মেলা
প্রথমবার বসতে চলেছে সারদা মেলার আসর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 15, 2024 | 12:00 PM
Share

জয়রামবাটি: কামারপুকুরের আদলে এবার সারদার জন্মভূমি জয়রামবাটিতে সারদার দেবীর জন্মতিথি উপলক্ষে বিশেষ মেলার আয়োজন করলেন স্থানীয় গ্রামবাসীরা। জয়রামবাটীর মাতৃমন্দির সংলগ্ন মাঠে আগামী ২০ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। ২২ ডিসেম্বর মাতৃমন্দিরের তরফে রীতি মেনে পালিত হবে সারদা দেবীর আবির্ভাব তিথি। 

১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সারদা দেবী। পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা সারদার সেই জন্মভিটেতে প্রতিষ্ঠিত হয় বিশাল মাতৃমন্দির। মাতৃমন্দির প্রতিষ্ঠার পর থেকেই জয়রামবাটিতে ভক্তি প্রতি বছর সারদার আবির্ভাব তিথি পালিত হয়ে আসছে। এবছরও ২২ ডিসেম্বর বিশেহ পুজা, হোম,  নাম গান,  মায়ের কথা পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালনের আয়োজন করেছে মাতৃ মন্দির কর্তৃপক্ষ। তবে এবার মাতৃ মন্দিরের সেই আয়োজনের সঙ্গে পূণ্যার্থীদের বাড়তি পাওনা সারদা মেলা। 

কামারপুকুরে রামকৃষ্ণদেবের জন্মদিনকে উপলক্ষ করে যেমন মেলার আয়োজন করা হয় তার আদলেই এবার জয়রামবাটিতে সারদার জন্মদিনকে উপলক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা সম্মিলিত ভাবে আয়োজন করলেন সারদা মেলার। এই মেলায় সঙ্গীত ও নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আয়োজকরা স্থানীয় আমোদর নদে বিশেষ গঙ্গা আরতির আয়োজন করেছেন। হরিদ্বার থেকে একদল সাধুকে এনে এই গঙ্গা আরতির আয়োজন করা হবে বলে জানিয়েছেন মেলা উদ্যোক্তারা। জয়রামবাটিতে সারদার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মেলাকে ঘিরে এখন স্থানীয়দের উন্মাদন তুঙ্গে।