Awas yojana: আবাস যোজনায় ‘গোলমাল’ কেন হয়েছে উত্তর বাতলে দিলেন তৃণমূল বিধায়ক

Bankura: পূর্ব ঘোষণা মতো আজ বাঁকুড়ার তালডাংরা বিধানসভার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তী নিজের বিধানসভা কেন্দ্রের আদিবাসী প্রধান বলরামপুর গ্রামে যান।

Awas yojana: আবাস যোজনায় 'গোলমাল' কেন হয়েছে উত্তর বাতলে দিলেন তৃণমূল বিধায়ক
অরুপ চক্রবর্তী, তালডাংরার বিধায়ক (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 4:53 PM

তালডাংরা (বাঁকুড়া): আবাস যোজনার (Awas yojana) মতো সরকারি প্রকল্পের উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে গোলমালের অভিযোগ। সরকারি আধিকারিকদের দুষে তাঁদের গ্রামে-গ্রামে ঘুরে সমীক্ষার পরামর্শ দিলেন বাঁকুড়ার তালডাংরা বিধানসভার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তী। বিষয়টি আগামী দিনে বিধানসভায় তুলে সরব হওয়ার কথাও জানান তিনি। এর আগে ওই বিধায়ককে প্রকাশ্য সভামঞ্চ থেকে আবাস যোজনা নিয়ে বিডিওকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল। এরপর আজ (মঙ্গলবার)  অঞ্চলে একদিন অনুষ্ঠানে ফের ওই বিধায়ক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তোপ দাগায় তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির দাবি, আবাস সহ অন্যান্য প্রকল্পে দুর্নীতি ও স্বজনপোষণ করে এখন আধিকারিকদের ঘাড়ে দোষ চাপিয়ে পার পেতে চাইছে তৃণমূল।

পূর্ব ঘোষণা মতো আজ বাঁকুড়ার তালডাংরা বিধানসভার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তী নিজের বিধানসভা কেন্দ্রের আদিবাসী প্রধান বলরামপুর গ্রামে যান। সেখানে গ্রামের মানুষ সরকারি প্রকল্পর কতখানি সুযোগ সুবিধা পাচ্ছেন সে ব্যাপারে খোঁজ খবর নেন তিনি। কথা বলেন গ্রামের মানুষের সঙ্গে। এই কথা বলার মাঝেই গ্রামের মানুষ জানান, আবাস যোজনায় যোগ্যতা থাকা সত্বেও তালিকায় অনেকের নাম নেই। এরপরই বিধায়ক বলেন, “অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারি আধিকারিকরা প্রকৃত উপভোক্তার নাম নথিভূক্ত করছে না। সেই বিষয়টি দেখার জন্যই মুখ্যমন্ত্রী তাঁদের পাঠিয়েছেন।”

পরে বিধায়ক সংবাদ মাধ্যমকে বলেন, “সরকারি আধিকারিকদের খামতি রয়েছে। আমরা জনপ্রতিনিধিরা যেমন গ্রামে গ্রামে ঘুরছি তেমনই বিডিও সহ অন্যান্য আমলাদের গ্রামে গ্রামে ঘোরা দরকার। তাহলেই প্রকৃত অবস্থা আধিকারিকরা সরকারকে জানাতে পারবেন। এবিষয়ে বিধানসভায় আমি প্রস্তাব দেব। স্থানীয় গ্রামবাসীদের দাবি গ্রামের অনেকেরই পাকা বাড়ি নেই। তবু আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি। গ্রামে রয়েছে পানীয় জলের সঙ্কটও। গ্রামবাসীদেরও দাবি সরকারি আধিকারিকরা গ্রামে এলে এই সমস্যা অনেকাংশে দূর হত।”

যদিও, বিজেপির দাবি তৃণমূল আবাস সহ অন্যান্য প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণ করেছে। এখন পিঠ বাঁচাতে দোষ চাপাচ্ছে বিজেপি ঘাড়ে।