AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Panchayat Election 2023: টিকিটের দাম গ্রাম পঞ্চায়েতে ১ লক্ষ, সমিতিতে ২ লক্ষ, ‘খেলা হচ্ছে’ তৃণমূল বনাম তৃণমূলেরই

Mejia: বাঁকুড়ার মেজিয়া এলাকায় তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। সম্প্রতি নব জোয়ার যাত্রায় জেলায় জেলায় গিয়ে দ্বন্দ্ব ভুলে দলের সকলকে এক সঙ্গে কাজ করার বার্তাও দিচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরও দলীয় টিকিট বিলি ঘিরে বাঁকুড়ার মেজিয়ায় আরও একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

WB Panchayat Election 2023: টিকিটের দাম গ্রাম পঞ্চায়েতে ১ লক্ষ, সমিতিতে ২ লক্ষ, 'খেলা হচ্ছে' তৃণমূল বনাম তৃণমূলেরই
টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 11:51 AM
Share

মেজিয়া: পঞ্চায়েত ভোটের দামামা বেজে উঠেছে। শাসক থেকে বিরোধীরা সকলেই প্রস্তুত হচ্ছে গ্রাম বাংলা দখলের লড়াইয়ের জন্য। এই পরিস্থিতিতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র। এ বার টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ তুলে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব তৃণমূলেরই একাংশ। ব্লক সভাপতির বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগে রবিবার ধর্নাও দিয়েছে তৃণমূলের ওই বিক্ষুব্ধ গোষ্ঠী। রবিবার সন্ধ্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া জেলার মেজিয়া এলাকায়। পঞ্চায়েতে টিকিটের জন্য এক লক্ষ টাকা এবং পঞ্চায়েত সমিতির টিকিটের জন্য ২ লক্ষ করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মেজিয়ার স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।

বাঁকুড়ার মেজিয়া এলাকায় তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। সম্প্রতি নব জোয়ার যাত্রায় জেলায় জেলায় গিয়ে দ্বন্দ্ব ভুলে দলের সকলকে এক সঙ্গে কাজ করার বার্তাও দিচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরও দলীয় টিকিট বিলি ঘিরে বাঁকুড়ার মেজিয়ায় আরও একবার প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নিয়ে দলীয় টিকিট বিক্রির অভিযোগ তুলে প্রকাশ্যেই ধর্না মঞ্চ করে ধর্না অবস্থান শুরু করলেন তৃনমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় মেজিয়া হাইস্কুল মোড়ে দলের স্থানীয় ও অঞ্চল স্তরের নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি এই ধর্না অবস্থান শুরু করেন। তবে ধর্না অবস্থান শুরু করার কিছুক্ষণ পরেই সেই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেন তৃণমূলের বিক্ষুব্ধ ওই অংশ।

এদিন প্রকাশ্য ধর্না মঞ্চ থেকেই তৃনমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় অভিযোগ করেন, মেজিয়া ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিতে আট থেকে দশটি আসনের টিকিট এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। পঞ্চায়েত সমিতির টিকিট বিক্রি হয়েছে দু লক্ষ টাকা দরে। টাকার বিনিময়ে সমাজের ঘৃণ্যদেরও টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের ওই নেতা। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের মেজিয়া ব্লক সভাপতি জন্মোঞ্জয় বাউরি বলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু দুষ্কৃতী ও করে খাওয়া লোক এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। এই ঘটনা দলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়।” তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, “দলের তরফে এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। এই অবস্থায় বিক্ষোভকারীরা কী ভাবে বুঝলেন কে প্রার্থী হচ্ছে?” সঙ্গে তাঁর হুঁশিয়ারি, “দল বিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে।” এই সব দেখে শুনে বিজেপির মেজিয়া মণ্ডলের সভাপতি বিপত্তারণ বাউরির কটাক্ষ, “এটাই তৃণমূলের সংস্কৃতি। নিজের দলের কর্মীদের সঙ্গে যারা প্রতারণা করে, তারা কী ভাবে মানুষের কাজ করবে?”