BJP MLA: বিজেপি বিধায়ককে দেখেই ধেয়ে এল ইট-পাটকেল, গাড়িতে হামলা! তৃণমূল বলছে ‘আমরা কিছু করিনি’

BJP-TMC: সোনামুখীর মহেশপুরে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির গাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে। দোষীদের গ্রেফতারের দাবিতে সোনামুখী চৌরাস্তা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ। রাজনৈতিক মহলে ব্যাপক চাপানউতোর। ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক নিজেও।

BJP MLA: বিজেপি বিধায়ককে দেখেই ধেয়ে এল ইট-পাটকেল, গাড়িতে হামলা! তৃণমূল বলছে ‘আমরা কিছু করিনি’
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 26, 2026 | 7:37 PM

সোনামুখী: নিজের বিধানসভা এলাকাতে আক্রান্ত হলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। এদিন বিকালে সোনামুখীর মহেশপুর এলাকা থেকে নিজের বাড়িতে ফেরার পথে মহেশপুরে তাঁর গাড়ি আটকে গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। বিধায়ককে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিধায়কের দাবি তৃণমূলের নেতৃত্বেই এই হামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে সোনামুখী চৌরাস্তা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চলে পথ অবরোধও। 

স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, একদিন আগে বিধায়কের কাছে খবর আসে সোনামুখী বিধানসভার মহেশপুর গ্রামে এক বৃদ্ধ অসুস্থ ও চলচ্ছক্তিহীন অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন। খবর পাওয়ার পর এদিন মহেশপুর গ্রামে ওই অসুস্থ ব্যক্তির বাড়িতে একটি হুইল চেয়ার ও চিকিৎসার জন্য কিছু নগদ টাকা সাহায্য করতে যান বিধায়ক দিবাকর ঘরামি। সেখান থেকে ফেরার পথে মহেশপুর এলাকাতেই বেশ কিছু মানুষ তাঁর গাড়ি ঘিরে খুনের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। বিধায়কের গাড়ি লক্ষ্য করে তাঁরা ইট পাটকেলও ছুঁড়তে থাকে। 

কোনওক্রমে ওই এলাকা থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন বিধায়ক। বিধায়কের দাবি তৃণমূলের নেতৃত্বেই তাঁর উপর এই হামলা হয়েছে। ঘটনার পরেই দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীদের নিয়ে সোনামুখী চৌরাস্তা মোড়ে বসে পথ অবরোধ শুরু করেন বিধায়ক। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। সোনামুখী থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন বিধায়ক ও বিজেপি কর্মীরা।  যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেফতার করা না হচ্ছে ততক্ষণ এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক।

তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পাল্টা দিবাকর ঘরামির বিরুদ্ধে সুর চড়িয়ে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সেন বলছেন, “৫ বছর বিধায়ক থেকেও এলাকার মানুষকে কোনও পরিষেবা দেননি। এখন ভোটের আগে গ্রামে গিয়ে জাতপাতের সুড়সুড়ি দিয়ে ভোট ভিক্ষা করতে গেছেন। তাই মানুষের রোষ আছড়ে পড়েছে।”