
বিষ্ণুপুর: শীতের হাওয়ায় বাড়ছে রাজনীতির উত্তাপ। ডায়মন্ড হারবারে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে সুকান্ত মজুমদারকে। তৃণমূল বলছে নেপথ্যে বিজেপি কর্মীরাই রয়েছেন। অন্যদিকে সুকান্ত বলছেন আসলে কাজ করছে তৃণমূলের উস্কানি। এ নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-কে ঘেরাও করে রাখার নিদান তৃণমূল নেতার। নিদান দিলেন বিষ্ণুপুরের যুব তৃণমূল সভাপতি দেবনাথ বাউরি। তাঁর দাবি, উন্নয়ন তো দূর, এলাকায় দেখাই যায় না সাংসদকে। ছাব্বিশে মানুষ তৃণমূলকেই ঘেরা করে রাখবে, পাল্টা বলছেন বিজেপি নেতারা।
এদিন বিষ্ণুপুরের যুব তৃণমূল সভাপতি দেবনাথ বাউরি বলেন, “একটা অপদার্থ সাংসদ আছে। সাধারণ মানুষের ভোট নিয়ে তিনি জিতেছিলেন কিন্তু এলাকার খোঁজ-খবর রাখেন না। এলাকার উন্নয়ন করেন না। তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের বলছি, ওই অপদার্থ এমপি যখন এদিক দিয়ে যাবে তখন আপনারা ঘেরাও করবেন।” এখানেই না থেমে তিনি আরও বাড়ান আক্রমণের ধার। আরও সুর চড়িয়ে বলেন, “কবে উন্নয়ন হবে, একশোদিনের কাজের টাকা কবে পাওয়া যাবে, আবাসের টাকা কবে পাওয়া যাবে সেই উত্তর সাংসদকে দিতে হবে। উত্তর না পেলে ওনাকে ছাড়বেন না।”
তবে পাল্টা ফোঁস করছে বিজেপিও। সুর চড়িয়ছেন বিষ্ণুপুরের বিজেপি নেতা গোবিন্দ ঘোষ। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলছেন, “আমাদের সাংসদকে আপনারা প্রতি সপ্তাহেই দেখতে পাবেন কোথাও না কোথাও ঘুরছেন। দম থাকলে দেখাক না এসে আটকে। প্রশাসনের সব স্তরেই তো তৃণমূলের লোকেরা বসে আছে। এলাকার লোকজন জানে কারা কাটমানি খাচ্ছে। ”