Madhyamik Results 2025: ছোট থেকে পরিশ্রমের ফল মাধ্যমিকে দ্বিতীয় স্থান, সাফল্যের কৃতিত্ব কাকে দিল সৌম্য?
Madhyamik Results 2025: মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন, এত ভাল রেজাল্ট আশা করেছিল সৌম্য? উত্তরে সৌম্য বলে, "খুব ভাল লাগছে, বিশ্বাস করতে পারছি না। কিছু একটা ভাল আশা করেছিলাম, কিন্তু প্রথম তিনে থাকতে পারব, তা ভাবিনি।"

কলকাতা: প্রকাশিত মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিন পর প্রকাশ হল মাধ্যমিকের ফল। মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় হয়েছে বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪। ইতিমধ্যেই সৌম্যর প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষাতেই দারুণ রেজাল্টের পর সৌম্য বলে, “ছোটবেলা থেকেই পরিশ্রম করেছি। পাশাপাশি মা-বাবা, শিক্ষক-শিক্ষিকাদের অবদানও রয়েছে। আমার থেকে মা-বাবা ও শিক্ষক-শিক্ষিকাদের পরিশ্রমই বেশি।”
মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন, এত ভাল রেজাল্ট আশা করেছিল সৌম্য? উত্তরে সৌম্য বলে, “খুব ভাল লাগছে, বিশ্বাস করতে পারছি না। কিছু একটা ভাল আশা করেছিলাম, কিন্তু প্রথম তিনে থাকতে পারব, তা ভাবিনি। প্রস্তুতি বলতে শিক্ষক-শিক্ষিকাদের যা বলেছিলেন, সেগুলিই করেছি।”
মাধ্যমিকের জন্য কতক্ষণ প্রস্তুতি নিত? সৌম্য বলে, “দিনে ১২-১৩ ঘণ্টা পড়াশোনা করতাম। প্রতিটা বিষয়ের জন্য একজন করে শিক্ষক ছিল।”
বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন সৌম্যর। আইআইটি থেকে পড়াশোনা করতে চায়। তার জন্য জেইই-র প্রস্তুতিও নিচ্ছে সে। তবে পড়াশোনার পাশাপাশি দারুণ গানও গায় সৌম্য। শখ রয়েছে তবলা বাজানো ও আঁকার।

