Bankura: বিজেপির সাংসদকে ঝাঁটা মারার নিদান সুজাতা মণ্ডলের, ‘চাবকে পিঠের চামড়া তোলা’র নিদানও আরেক তৃণমূল নেতার
Bankura: সুজাতা বলেন, "আমি এখানকার মহিলাদের বলেছি, এলাকায় শান্তি রাখতে প্রয়োজনে মহিষাসুরমর্দিনী হতে হবে। সে হাতে ঝাঁটাও থাকতে পারে, ত্রিশূলও থাকতে পারে।"
বাঁকুড়া: বাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের (Panchayet Election) নির্ঘণ্ট ঘোষণা এখন সময়ের অপেক্ষা। জেলায় জেলায় রাজনৈতিক দলগুলি তাদের প্রচার শুরু করে দিয়েছে। আর এই প্রচারকে ঘিরে চড়বে বাক্যবাণের পারদ। বুধবার বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের একটি সভা ছিল। সেই সভা থেকে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল দিলেন বিরোধীদের ‘ঝাঁটাপেটা’র নিদান। সেই একইসভা মঞ্চ থেকে আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় নিদান দিলেন সিপিএম-বিজেপিকে ‘চাবকে পিঠের চামড়া সোজা’ করে দেওয়ার। বুধবার জয়পুরের ও জেলা স্তরের নেতৃত্ব। সেখানেই প্রকাশ্যে বক্তব্য রাখতে উঠে সোমনাথ মুখোপাধ্যায় বলেন, সিপিএম ও বিজেপি একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার চেষ্টা করছে। তাই জয়পুরের মানুষ বিরোধীদের যেন না ছাড়ে।
এদিনের সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে সুজাতা মণ্ডল বলেন, “বিজেপির সাংসদ, বিজেপির বিধায়ক সিপিএমের উস্কানি নিয়ে আপনাদের টুপি পরাতে আসে, মহিলাদের বলব ঝাঁটা নিয়ে তেড়ে যাবেন। ঢুকতে দেবেন না।” পরে সুজাতা তাঁর বক্তব্যের সপক্ষে বলেন, “বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে ভোটযুদ্ধে জিতেছে। এখন আর মানুষকে চেনে না। বিপদে আপদে জনপ্রতিনিধিদের মানুষ পাশেও পাচ্ছেন না। শুধু কীভাবে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করা যায়, অপপ্রচার করা যায়, কুৎসা করা যায় তার জন্য মাঝেমধ্যে বিজেপির সাংসদ, বিধায়ক এসে বাজার গরম করছে।”
কিন্তু তা বলে ঝাঁটাপেটার নিদান? সুজাতা বলেন, “মেয়েদের হাতেই তো সবথেকে বড় অস্ত্র। মেয়েরাই মহিষাসুরমর্দিনী। মেয়েরাই মা দুর্গা। তারাই অসুর নিধন করতে পারে। আমি এখানকার মহিলাদের বলেছি, এলাকায় শান্তি রাখতে প্রয়োজনে মহিষাসুরমর্দিনী হতে হবে। সে হাতে ঝাঁটাও থাকতে পারে, ত্রিশূলও থাকতে পারে।”
অন্যদিকে এদিন সভামঞ্চ থেকে সোমনাথ মুখোপাধ্যায়কে বলতে শোনা যায়, “সিপিএম বিজেপি একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে, আমি জয়পুর অঞ্চলের মানুষকে বলব ওই সিপিএম বিজেপিকে দেখতে পেলে চাবকে পিঠের চামড়া সোজা করে দিন।”
নিজের বক্তব্যের সপক্ষে সোমনাথ বলেন, “আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের স্বরূপ। আমাদের বাড়ির মাকে যেমন কেউ কলুষিত করলে ছেড়ে কথা বলি না, আজ সিপিএম, বিজেপি একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার চেষ্টা করলে ছাড়া হবে না। তৃণমূল আর চুপচাপ থাকবে না।”
এ নিয়ে বিজেপি নেতা নীরজ কুমার বলেন, “সুজাতা মণ্ডল নামে কোনও নেত্রী আছে বলে তো কেউ জানে না। উনি নাটক ভাল করতে পারেন। বিধায়ক, সাংসদদের নিয়ে উনি যে ভুলভাল মন্তব্য করছেন, তা মানুষ ভালভাবে দেখবে না।” অন্যদিকে সিপিএম নেতা কাজল বিশ্বাসের কথায়, এসব হুমকিতে কোনও লাভ নেই।