AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ২৫০ আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Birbhum: অনুব্রত মণ্ডলের কথা উল্লেখ করে অভিষেক বলেন, "কাল শুনলাম কেষ্টদা তারাপীঠে গিয়ে বলে এসেছেন, ২৩০টা আসন চাই। আমি আজ আরও ২০টা বাড়িয়ে বলব, ২৫০টা চাই।" অভিষেক আরও বার্তা দিয়েছেন, যে বুথে তৃণমূলের ভোট ৫০ ছিল, সেখানে ৫১ করতে হবে, ১০০ থাকলে ১১০ করতে হবে, ৩০০ ভোট থাকলে ৪০০ ভোট করতে হবে। আমাদের ওদের বন্দি করতে হবে।

Abhishek Banerjee: ২৫০ আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: Jan 06, 2026 | 5:14 PM
Share

বীরভূম: বীরভূমের মাটিতে গিয়ে এবার বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারাপীঠে গিয়ে সেই প্রার্থনা জানাবেন বলেও জানিয়েছেন অভিষেক। ‘এ আবার জিতবে বাংলা’ নামে প্রচার শুরু করেছেন অভিষেক। মঙ্গলবার সেই প্রচারেই বীরভূমে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে দলকে আসন বাড়ানোর বার্তা দেন।

গত বিধানসভা নির্বাচনে ১১টি আসনের মধ্যে ১০টিতে জয়ী হয়েছিল তৃণমূল। এদিন অভিষেক বলেন, এবার আর ১০ হলে চলবে না, ১১-০ করতে হবে বীরভূমের মানুষকে। তিনি আরও বলেন, “যে ব্যবধানে তৃণমূলের দুই প্রার্থীকে জিতিয়েছেন. লোকসভা নির্বাচনে আপনারা প্রমাণ করেছেন, বাংলা বিরোধীদের এ পবিত্র মাটিতে কোনও জায়গা নেই।” অনুব্রত মণ্ডলের কথা উল্লেখ করে অভিষেক বলেন, “কাল শুনলাম কেষ্টদা তারাপীঠে গিয়ে বলে এসেছেন, ২৩০টা আসন চাই। আমি আজ আরও ২০টা বাড়িয়ে বলব, ২৫০টা চাই।”

অভিষেক আরও বার্তা দিয়েছেন, যে বুথে তৃণমূলের ভোট ৫০ ছিল, সেখানে ৫১ করতে হবে, ১০০ থাকলে ১১০ করতে হবে, ৩০০ ভোট থাকলে ৪০০ ভোট করতে হবে। আমাদের ওদের বন্দি করতে হবে। বুঝিয়ে দিতে হবে পাপের ঘড়া পূর্ণ। বিজেপিকে শূন্য করতে হবে।

এদিন হেলিকপ্টার বিভ্রাটের কারণে সভায় পৌঁছতে দেরি হয় অভিষেকের। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছ থেকে হেলিকপ্টার নিয়ে বীরভূমে যেতে হয়েছে তাঁকে।