AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today LIVE: বিজেপির থেকে আমার জেদ বেশি, পাশের রাজ্য থেকে হেলিকপ্টার আনিয়েছি: অভিষেক

| Edited By: | Updated on: Jan 06, 2026 | 8:40 PM
Share

Breaking News in Bengali Live Updates: রাজ্যে শুনানি চলছে এখনও। এরই মধ্যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল। সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি নিজে কথা বলবেন শীর্ষ আদালতে। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে মনে করেন তিনি।

West Bengal News Today LIVE: বিজেপির থেকে আমার জেদ বেশি, পাশের রাজ্য থেকে হেলিকপ্টার আনিয়েছি: অভিষেক

বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি। ময়দানে নেমে পড়েছে সব পক্ষ। পুরোদমে প্রচারের কাজে ব্যস্ত সব স্তরের নেতারা। এরই মধ্যে পারদ চড়িয়েছে এসআইআর। আপাতত শুনানি পর্ব চলছে। তারপরই স্পষ্ট হবে, পশ্চিমবঙ্গ থেকে ঠিক কত ভোটারের নাম বাদ পড়ছে। শুরু থেকেই এই প্রক্রিয়া নিয়ে সরব হয়েছে তৃণমূল। আর এবার মামলা হল সুপ্রিম কোর্টে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Jan 2026 04:36 PM (IST)

    ২৫০ আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    • সিপিএম আমলে মানুষের কথা বলার অধিকার ছিল না বীরভূমে।
    • তারাই আজ জার্সি বদলে বিজেপিতে যোগ দিয়েছে।
    • মমতার সরকার মাথার উপর ছাদ দিয়েছে।
    • ২৫০ আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • 06 Jan 2026 04:13 PM (IST)

    সোনালির সন্তানকে দেখতে যাবেন অভিষেক

    • সোনালি খাতুনকে বাংলাদেশের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
    • তৃণমূলের সৈনিকরা লড়াই করে তাকে ফিরিয়ে এনেছে। তাঁর ফুটফুটে সন্তান হয়েছে আমি দেখতে যাব।
  • 06 Jan 2026 04:05 PM (IST)

    অমর্ত্য সেনকে এসআইআর-এর নোটিস পাঠানো হয়েছে, দাবি অভিষেকের

    • অমর্ত্য সেনকে এসআইআর-এর নোটিস পাঠানো হয়েছে বলে দাবি অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। তিনি বলেন, ‘যে অমর্ত্য সেন, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাঁকে নোটিস দেওয়া হয়েছে।’
    • অভিনেতা দেব, বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ সামিকেও নোটিস দিয়ে শুনানিতে ডেকে পাঠানো হয়।
  • 06 Jan 2026 03:55 PM (IST)

    হেলিকপ্টার বিভ্রাট নিয়ে মুখ খুললেন অভিষেক

    • মঙ্গলবার হেলিকপ্টার বিভ্রাটের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বীরভূমে পৌঁছতে অনেক দেরি হয় অভিষেকের।
    • অভিষেক বলেন, “এখনও নির্বাচন শুরু হয়নি। তার আগে থেকেই বাংলা বিরোধীদের চক্রান্ত চলছে। হেলিকপ্টারের পারমিশন এখনও দেয়নি। সকাল ১১টায় দেওয়ার কথা ছিল।”
    • অভিষেকে আরও বলেন, “পাশের রাজ্যে হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে হেলিকপ্টার আনালাম। বিজেপির থেকে আমার জেদ বেশি। আমি ঠিক করেছিলাম যত দেরি হোক আমি যাব।”
  • 06 Jan 2026 02:26 PM (IST)

    বঙ্গে কম দফায় ভোট?

    • বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। এবারে বাংলার ভোটে কি দফা কমতে চলেছে? সোমবারই বাংলার মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন CEC জ্ঞানেশ কুমার।
    • রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
    • জেলা ভিত্তিক রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশন।
    • আর এরপরই জল্পনা তুঙ্গে। এবারের ভোটে দফার সংখ্যা কমার ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, সোমবারের বৈঠকে CEO-র তরফ থেকে বাড়তি বাহিনী চাওয়া হয়েছে।
  • 06 Jan 2026 02:26 PM (IST)

    আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব

    •  এবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট। জেলা ভিত্তিক রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশন
    • বিধানসভা নির্বাচনের মুখে আইনশৃঙ্খলা নিয়ে কড়া পদক্ষেপ করে কমিশন। জেলা শাসকের রিপোর্টের ওপরেই নির্ভর করবে স্পর্শকাতর বুথের সংখ্যা।
    • সোমবারই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন CEC জ্ঞানেশ কুমার।
    • সেই বৈঠকেই এই বিষয়টি উঠে আসে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
  • 06 Jan 2026 01:28 PM (IST)

    জীবিতদের মৃত করছে, নাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে: মমতা

    • SIR নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা। মঙ্গলবার গঙ্গাসাগর ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির আইটি সেলকে দায়ী করলেন তিনি।
    • মমতা বলেন, “জীবিতদের মৃত করছে। নাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে। আপনারা নিজেরা খতিয়ে দেখুন। আমাকে ভালবাসতে হবে না। মানুষকে ভালবাসুন।”
    • উল্লেখ্য, আজ মঙ্গলবারই মামলা ওঠার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। এসআইআরে হেনস্থা হচ্ছে বলে মামলা করেছেন তৃণমূল সাংসদ দোলা সেন।
  • 06 Jan 2026 12:41 PM (IST)

    বিক্ষোভের মুখে কোনও ক্রমে এলাকা ছাড়লেন মন্ত্রী বঙ্কিম হাজরা

    • নামখানায় গিয়ে অস্বস্তি বাড়ল রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরার।
    • বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। তৃণমূলের বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূলের কর্মীরাই। অগত্য়া পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই অন্য এক তৃণমূল কর্মীর বাইক চেপে এলাকা ছাড়লেন সাগরের বিধায়ক।
    • বিজেপি নেতা বীরেন গিরির বাড়িতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা। গোটা ব্য়াপারটা চুপিসারেই হয়তো মেটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারেননি। বিজেপি নেতার বাড়ি থেকে বেরতেই রাজ্যের মন্ত্রীকে ঘিরে ধরেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা।
  • 06 Jan 2026 11:04 AM (IST)

    সন্দেশখালি-কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মুসা মোল্লা

    • পুলিশের উপর হামলা ও পুলিশ লেখা গাড়িতে ভাঙচুর করার ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত মুসা মোল্লা।
    • সন্দেশখালির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
    • গত শুক্রবার রাতে সন্দেশখালির ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশফাঁড়ির সংলগ্ন হুলো পাড়া এলাকায় রাতে আদালতের নির্দেশে মুসা মল্লার বাড়িতে পুলিশ গেলে পুলিশের উপর আক্রমণ চালায় মুসা মোল্লা ও তার দলবল।
    • ঘটনায় আক্রান্ত হয় চার পুলিশ কর্মী। ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়িতে।
    • সেই ঘটনায় শনিবার গ্রেফতার হন ৯ জন। গতকাল, সোমবার গ্রেফতার হন ৩ জন। আজ, মঙ্গলবার মূল অভিযুক্ত মুসা মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
  • 06 Jan 2026 09:15 AM (IST)

    সুপ্রিম কোর্টে তৃণমূলের SIR-মামলা

    • মুখ্যমন্ত্রীর যা বলেছিলেন, সেভাবেই এবার মামলা হল সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন।
    •  

      আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই বিষয়টির জরুরি শুনানির আবেদন জানানো হবে। সেক্ষেত্রে এই মামলা আলাদা করে শুনানি হবে, না কি মূল মামলার সঙ্গে শুনবে শীর্ষ আদালত, তা স্পষ্ট হতে পারে আজ।

    • সোমবারই মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে… প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব।”
    • একজন সাধারণ নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে কথা বলার অনুমতি চাইবেন বলে জানিয়েছেন মমতা।

Published On - Jan 06,2026 9:07 AM