AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: ‘লাস্ট ওয়ার্নিং’-র পরেও স্বমহিমায় কেষ্ট! দলীয় নির্দেশ ‘ভুলে’ হোয়াটসঅ্যাপে দিলেন বিশেষ বার্তা

Anubrata Mondal: বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের মূল হোয়াটসঅ্য়াপ গ্রুপে বৈঠকের ডাক দিয়েছেন কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়। তার ক্ষণিক পরেই অনুব্রত-অনুগামীদের গ্রুপেও ঢোকে একটি বৈঠক বার্তা। যার একদম নীচে কার্যত নেতৃত্ব বোঝাতে, লেখা রয়েছে, 'ধন্যবাদান্তে অনুব্রত মণ্ডল'।

Anubrata Mondal: 'লাস্ট ওয়ার্নিং'-র পরেও স্বমহিমায় কেষ্ট! দলীয় নির্দেশ 'ভুলে' হোয়াটসঅ্যাপে দিলেন বিশেষ বার্তা
অনুব্রত মণ্ডলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2025 | 10:35 PM

বীরভূম: বৈঠকের পরেও কি কাটল না জট? নাকি কাজল ভুলে অন্য পথের পথিক হলেন কেষ্ট? বীরভূম তৃণমূলের অন্দরে এখন চলছে এরকমই চর্চা। আগামী ২৫ তারিখ, বুধবার বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ডাকা হয়েছে কোর কমিটির বৈঠক। আর সেই বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন তরজা। কারণ, একই সময়, একই সঙ্গে বৈঠক ডেকেছেন কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল ও কোর কমিটির চেয়ারপার্সন তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

বলে রাখা ভাল, এই বৈঠক কিন্তু একেবারেই ভিন্ন নয়। বৈঠক হবে একটাই, শুধু আহ্বান এসেছে দুই তরফে। সূত্রের খবর, এদিন যে মুহূর্তে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের মূল হোয়াটসঅ্য়াপ গ্রুপে বৈঠকের ডাক দিয়েছেন কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়। তার ক্ষণিক পরেই অনুব্রত-অনুগামীদের গ্রুপেও ঢোকে একটি বৈঠক বার্তা। যার একদম নীচে কার্যত নেতৃত্ব বোঝাতে, লেখা রয়েছে, ‘ধন্যবাদান্তে অনুব্রত মণ্ডল’।

এরপরই প্রশ্ন ওঠে, তবে কি কোর কমিটির চেয়ারপার্সনকে পেরিয়ে বৈঠক ডাকছেন কেষ্ট মণ্ডল? হঠাৎ করেই আলাদা দু’টি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোন প্রয়োজনে বৈঠকের আহ্বান দিতে হল? যেখানে কোর কমিটি ভাঙার পরেই সব দায়িত্ব গিয়েছে  ডেপুটি স্পিকার তথা কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। এমনকি, বীরভূমে যাবতীয় জেলা কমিটির বৈঠক ডাকার দায়িত্ব তৃণমূল সুপ্রিমো তরফে সপে দেওয়া হয়েছিল চেয়ারপার্সনের কাঁধে, তারপরেও কোন ক্ষমতাবলে নিজের নামে বৈঠকের ডাক দিলেন কেষ্ট? সেই নিয়ে বীরভূম তৃণমূলের অন্দরে এখন জোর চর্চা।

প্রসঙ্গত, শনিবার আবার একুশে বৈঠকের জন্য কলকাতায় এসেছিলেন কেষ্ট। এসেছিলেন কাজলও। শহিদ স্মরণ কর্মসূচি- সহ বেশ কিছু সাংগঠনিক বিষয়ের প্রস্তুতি নিয়েই সব জেলা নেতৃত্বদের ডেকেছিল তৃণমূল নেতৃত্ব। সেই সূত্র ধরেই ভবানীপুরে গীতবিতান ভবনে পৌঁছে যায় অনুব্রত-কেষ্ট। তখনই তাদের নিয়ে রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সির দফতরে রওনা দেন ফিরহাদ হাকিম। সেখানেই দুই নেতাকে কড়া বার্তার পাশাপাশি অনুব্রতকে চূড়ান্ত হুঁঁশিয়ারি দেওয়া হয় দলের তরফে। পুলিশ কর্তাকে কুকথা-কাণ্ডে কেষ্টকে লাস্ট ওয়ার্নিং দেয় দল। আর সকালে এই বৈঠকের পর দুপুর গড়াতেই নতুন বিতর্কে জড়ালেন অনুব্রত।